বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে অলিম্পিক গেমসে পদক জয়, সতীর্থদের সঙ্গে নেচে উদযাপন শ্রীজেশের,ভিডিয়ো

আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে অলিম্পিক গেমসে পদক জয়, সতীর্থদের সঙ্গে নেচে উদযাপন শ্রীজেশের,ভিডিয়ো

পিআর শ্রীজেশ। ছবি- এপি (AP)

সাজঘরে গানের তালে তালে নিজের কোমর দুলিয়ে নিজের নাচের স্কিলটা দেখিয়ে দিলেন পিআর শ্রীজেশ। সতীর্থদের সঙ্গে প্রাণখোলা আনন্দে মাততে দেখা গেল শ্রীজেশকে। এইদিন তাঁর উদযাপন ছিল একেবারেই বাঁধনহারা। এদিন ম্যাচে ভারত ,স্পেনকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচ জয়ের পরেই সতীর্থরা তাঁকে মাঠেই অভিবাদন দেন।

শুভব্রত মুখার্জি:- অল্পের জন্য প্যারিস অলিম্পিক গেমসের হকির ফাইনালে যেতে পারেনি ভারতীয় দল। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করে তাদের হারতে হয়েছিল জার্মানির কাছে। সেই হারের জ্বালাতে কিছুটি হলেও মলম পড়েছে বৃহস্পতিবার। স্পেনকে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল জিতে নিয়েছে ব্রোঞ্জ পদক। পরপর দুটি অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক পেয়ে নজির গড়েছে ভারতীয় দল। নজির গড়ার দিনেই একটু খারাপ লাগাও রয়েছে হরমনপ্রীতদের। তাদের বিশ্বস্ত সৈনিক তথা গোলে চিনের দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকা পিআর শ্রীজেশ আন্তর্জাতিক হকিতে তাঁর শেষ ম্যাচ খেলে ফেললেন আজকেই। নিজের শেষ ম্যাচে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতে সেই জয়কে স্মরণীয় করে রাখলেন তিনি। আর ম্যাচ শেষে সাজঘরে সতীর্থদের সঙ্গে প্রাণখোলা নাচ নেচে সেই জয়কে সেলিব্রেট করতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন‘দেশবাসী তোমার অদম্য লড়াইয়ে গর্বিত, তুমি সত্যিকারের যোদ্ধা!’ ভিনেশকে বার্তা বিন্দ্রার

সাজঘরে গানের তালে তালে নিজের কোমর দুলিয়ে নিজের নাচের স্কিলটা দেখিয়ে দিলেন তিনি। সতীর্থদের সঙ্গে প্রাণখোলা আনন্দে মাততে দেখা গেল শ্রীজেশকে।এইদিন তাঁর উদযাপন ছিল একেবারেই বাঁধনহারা। এদিন ম্যাচে ভারত ,স্পেনকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচ জয়ের পরেই সতীর্থরা শ্রীজেশকে মাঠেই অভিবাদন দেন। গোলপোস্টের উপর উঠে বসেন শ্রীজেশ। সতীর্থরা নিজেদের স্টিক উঠিয়ে,মাথা নামিয়ে শ্রীজেশকে অভিবাদন জানান। সাজঘরেও উদযাপন চলতেই থাকে শ্রীজেশকে ঘিরে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।

আরও পড়ুন- ডুরান্ড কাপে ডার্বির আগে এয়ার ফোর্সকে হাফ ডজন গোল মোহনবাগানের! জোড়া গোল কামিনসের…

কখনো কোমড় দুলিয়ে,কখনো মাথায় হাত দিয়ে নাচতে দেখা গিয়েছে শ্রীজেশকে। গোলরক্ষকের যে সবুজ নিয়ন রঙের জার্সিটি পড়ে এদিন ম্যাচে খেলেছেন শ্রীজেশ সেটি ও এদিন ছাড়েননি তিনি। ওই জার্সি গায়ে চাপিয়েই সাজঘরে নাচানাচি করতে দেখা গিয়ে তাঁকে। প্রসঙ্গত কয়েকদিন আগেই কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জয়ের পরে ও শ্রীজেশের এক আচরণ উঠে এসেছিল‌ সামনে। ক্যামেরার সামনে নিজের স্ত্রীর প্রতি তাঁর আচরণ মন কেড়েছিল সকলের। নিজের স্টিকে লিখে রাখা স্ত্রীর নাম ক্যামেরার সামনে তুলে ধরে জয়ের পর স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গিয়েছিল শ্রীজেশকে।

আরও পড়ুন-ইউরোয় হারের ধাক্কা! বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত রোনাল্ডোর সতীর্থ পেপের!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.