বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics-এ প্রথম বার নয়, আগেও অতিরিক্ত ওজনের কারণে বাতিল হয়েছেন ভিনেশ

Paris Olympics-এ প্রথম বার নয়, আগেও অতিরিক্ত ওজনের কারণে বাতিল হয়েছেন ভিনেশ

Paris Olympics-এ প্রথম বার নয়, আগেও অতিরিক্ত ওজনের কারণে বাতিল হয়েছেন ভিনেশ।

২০১৬ সালে রিও অলিম্পিক্সের কোয়ালিফিকেশন রাউন্ডে একই ঘটনার মুখে পড়েছিলেন ভিনেশ ফোগট। সেবার তিনি ৪৮ কেজি বিভাগে লড়াই করেছিলেন। প্রথম কোয়ালিফায়ারেই তিনি ডিসকোয়ালিফাই হয়ে যান। কারণ তাঁর ক্যাটাগরিতে অর্থাৎ ৪৮ কেজি বিভাগে তিনি অতিরিক্ত ওজনের সমস্যায় পড়েছিলেন। ৪০০ গ্রাম ওজন বেশি ছিল ভিনেশের।

শুভব্রত মুখার্জি: বুধবারটা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য একেবারেই ভালো কাটেনি। দুপুরের দিকে আসে অত্যন্ত খারাপ একটি খবর। চলতি প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভিনেশ ফোগট। তিনি রুপকথা লিখে পৌঁছে যান ফাইনালে। ফাইনালে পৌঁছানোর পরেও নামা হল না সোনা জয়ের ম্যাচে! অলিম্পিক্সের প্রথা মেনে সকালে ওজন করাতে গিয়ে দেখা যায়, তাঁর শরীরের ওজন নির্ধারিত মানের থেকে ১০০ গ্রাম বেশি হচ্ছে। ফলে তাঁকে ফাইনাল নামার লড়াই থেকেই বাতিল করে আইওসি। হৃদয় ভেঙে যায় প্রতিটি ভারতবাসীর। পদক জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও, নিয়তি যেন কোনও কারণে তাঁর পদকটি হাত থেকে কেড়ে নিল। তবে এই ঘটনা ভিনেশের কেরিয়ারে প্রথম নয়, এই ঘটনা এর আগেও তাঁর সঙ্গে ঘটেছে।

আরও পড়ুন: রুপোর পদকের দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ ভিনেশ, রায় লক্ষ্মীবারে

২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর বসেছিল ব্রাজিলের রিওতে। সেই গেমসের আসরের যে কোয়ালিফিকেশন ছিল, সেখানেই ঘটেছিল এই ঘটনা। প্রথম কোয়ালিফায়ারে নামার আগেই বাতিল হয়েছিলেন তিনি। সেবার তিনি ৪৮ কেজি বিভাগে লড়াইটা করেছিলেন। প্রথম কোয়ালিফায়ারের আসর বসেছিল মঙ্গোলিয়াতে। সেখানে তিনি লড়াই করতে পারেননি। কারণ তাঁর ক্যাটাগরিতে অর্থাৎ ৪৮ কেজি বিভাগে তিনি অতিরিক্ত ওজনের সমস্যায় পড়েছিলেন। ৪০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। সেই কোয়ালিফিকেশন রাউন্ডে নামতে না পারলেও, পরবর্তী রাউন্ডে তিনি নামার সুযোগ পান। সেখানে জিতে তিনি রিও অলিম্পিক্সে যাওয়ার টিকিট নিশ্চিত করেন। ইস্তাম্বুলে সেই কোয়ালিফায়ার সেবার জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: ভিনেশেরও দোষ রয়েছে… তারকা কুস্তিগীরকে কাঠগড়ায় তুললেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী সাইনা

প্যারিস অলিম্পিক্সে এবার তাঁর সঙ্গে এই ঘটনা ঘটল একেবারে গোল্ড মেডেল ম্যাচে। এই গেমসে তিনি ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে লড়ছিলেন। সেমিফাইনালে তিনি ইতিহাস রচনা করেন। ৮২ ম্যাচে অপরাজিত থাকা ইউ সুসাকিকে তিনি হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তবে সেখানে নামতে পারলেন না অতিরিক্ত ওজনের কারণে। ফাইনালের আগে তাঁর ওজন করা হলে দেখা যায়, তিনি নির্ধারিত ওজনের তুলনায় ১০০ গ্রাম বেশি ওজনের। ফলে আইওসি তাঁকে ফাইনালে নামতে দেয়নি। ঘটনাচক্রে ভিনেশের ইভেন্ট ৫৩ কেজির। এই ইভেন্টে অন্তিম পাঙ্ঘাল আগেই কোয়ালিফাই করে গিয়েছিলেন। ফলে ভিনেশকে ওজন কমিয়ে লড়াই করতে হয়েছিল ৫০ কেজি বিভাগে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.