Vinesh Phogat Appeal: CAS-এ ভিনেশের শুনানি কিছু পরেই, বাঘা বাঘা আইনজীবী লড়বেন ভারতীয় কুস্তিগীরের জন্য
Updated: 08 Aug 2024, 03:18 PM ISTVinesh Phogat disqualification: যেহেতু ভিনেশ ওজন ঠিক রেখে ফাইনালে উঠেছিলেন, সেই কারণে তিনি রুপোর পদকের দাবি নিয়ে সিএএস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। যার রায় লক্ষ্মীবারেই বের হওয়ার কথা। যদি সিএএস ভিনেশের পক্ষে রায় দেয়, তবে আইওসি-কে যৌথ ভাবে রুপো দিতে হবে ভিনেশকে।
পরবর্তী ফটো গ্যালারি