বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Vinesh Phogat Disqualified from Olympics: স্বপ্নভঙ্গ, মিলবে না কোনও পদকই! অলিম্পিক থেকে অযোগ্য ঘোষণা ভিনেশ ফোগটকে

Vinesh Phogat Disqualified from Olympics: স্বপ্নভঙ্গ, মিলবে না কোনও পদকই! অলিম্পিক থেকে অযোগ্য ঘোষণা ভিনেশ ফোগটকে

স্প্নভঙ্গ, মিলবে না কোনও পদকই! অলিম্পিক থেকে ডিসকোয়ালিফায়েড ভিনেশ ফোগট (HT_PRINT)

ভিনেশের স্বপ্ন ভেঙে গেল আজ সকালে। প্রতিযোগিতার আগে নিয়ম মাফিক ওজন নেওয়া হয় তাঁর। সেখানেই দেখা যায়, প্রতিযোগীর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। এই আবহে ভিনেশ সেই ওজন ঝড়ানোর জন্যে অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এই আবহে কোনও পদকই তিনি পাবেন না।

স্বপ্ন পূরণ হয়েও হল না। ভেঙে গেল যাবতীয় স্বপ্ন। মহিলাদের ৫০ কেজি ওজন বিভাগে কুস্তি প্রতিযোগিতায় অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট। তাঁকে নিয়ে সোনা জয়ের স্বপ্ন দেখছিল দেশ। আর সেই ভিনেশের স্বপ্ন ভেঙে গেল আজ সকালে। প্রতিযোগিতার আগে নিয়ম মাফিক ওজন নেওয়া হয় তাঁর। সেখানেই দেখা যায়, প্রতিযোগীর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। এই আবহে ভিনেশ সেই ওজন ঝড়ানোর জন্যে অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এই আবহে কোনও পদকই তিনি পাবেন না। এদিকে ডিসকোয়ালিফায়েড হওয়ার পর এই বিষয়ে কোনও বাক্যব্যয় করেনি ভারতীয় দল বা ভিনেশ ফোগট। ভিনেশের প্রতি সম্মান জানিয়ে তাঁকে বিরক্ত না করার জন্যে অনুরোধ করা হয়েছে সংবাদমাধ্যমকে।

রিপোর্ট অনুযায়ী, আজ সকালে ওজন করাতে গেলে দেখা যায়, ভিনেশের ওজন ৫০ কেজি ১০০ গ্রাম। উল্লেখ্য, গত সোমবার রাতেও নাকি ভিনেশের ওজন ছিল ৫২ কেজি। প্রসঙ্গত, ভিনেশ সাধারণত ৫৩ কেজি ওজন বিভাগে লড়তেন। তবে এই অলিম্পিকে তিনি ৫০ কেজি বিভাগে নামেন। এই আবহে আজ ফাইনালের দিন ভিনেশের ওজন ৫০ কেজির নীচে হওয়া উচিত ছিল। তবে ওজন মাপার সময় দেখা যায়, ওজন সামান্য বেশি। তবে তাতেই মেডেলের স্বপ্ন ভেঙে চুরমার হল ভিনেশের। রিপোর্ট অনুযায়ী, ভিনেশের ওজন নেওয়ার পর যখন দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি, তখন ভারতীয় ডেলিগেটরা আয়োজকদের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়ার আর্তি জানিয়েছিলেন। তবে সেই সময় দেওয়া হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে উড়িয়ে দেন ভারতীয় তারকা। জেতেন ৫-০ ব্যবধানে। সেই জয়ের ফলে ফাইনালে পৌঁছে যান। সঙ্গে নিশ্চিত হয়ে যায় অলিম্পিক্স পদক। সোনা জিতবেন নাকি রুপো পাবেন, সেই রংটা নির্ধারণ করতে বুধবার ম্যাটে নামবেন। যদি তিনি ফাইনালে জেতেন, তাহলে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে সোনা পাবেন। এর আগে অবশ্য নিজের প্রথম রাউন্ডের ম্যাচেই গোটা কুস্তি জগৎকে নাড়িয়ে দিয়েছিলেন ভিনেশ। শেষ ১৫ সেকেন্ডে প্রায় হেরে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনেশ। পরপর ৮২ ম্যাচে জেতা ইউই সুসাকিকে টেকডাউন করেন ভিনেশ। আর ম্যাচ শেষ হতেই কেঁদে ফেলেন ভিনেশ। হতবাক হয়ে ম্যাটে বসে থাকেন জাপানের তারকা কুস্তিগির। সেই মুহূর্তের পর থেকেই সোনার স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। সেই স্বপ্নের আরও কাছে পৌঁছে গিয়েও তা আর পূরণ করা হল না তাঁর। 

 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আজ প্রমাণ হল যে কোনও সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবৎ করতে পারেন না’ আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.