ভাইঝি ভিনেশ ফোগট অলিম্পিকে মেডেল নিশ্চিত করেছেন। ৮২ ম্যাচে অপরাজেয় থাকা বিশ্বসেরা জাপানি কুস্তিগিরকে প্রথম রাউন্ডে হারানোর পর থেকেই তাঁকে নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। এই আবহে নিরাশ করেননি ভিনেশ। পরপর ম্যাচ জিতে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছেন তিনি। আর এই আবহে তাঁর কিংবদন্তি কুস্তি কোচ কাকা মহাবীর ফোগট বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন, 'ভিনেশকে নিয়ে যারা আবেজাবাজে বকেছে, তাদের গালে জোর থাপ্পড়।' এরপর তিনি আরও বলেন, 'ভিনেশ সোনা জিতবে এবারে। তাঁর কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি আমি।'
উল্লেখ্য, ম্যাটে জাপানি, কিউবান কুস্তিগিরদের কাৎ করা ভিনেশ কয়েক মাস আগেও যন্তরমন্তরে 'কুস্তি' লড়ছিলেন দিল্লি পুলিশের সঙ্গে। তৎকালীন ফেডারেশন প্রধান তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ভিনেশরা হয়েছিলেন বিজেপির বিরাগভাজন। আর সেই ভিনেশই ভারতকে বিশ্বমঞ্চে গর্বিত করেছেন অলিম্পিকে মেডেল নিশ্চিত করে। এদিকে ব্রিজভূষণ বিরোধী আন্দোলনে ভিনেশের পাশে ছিলেন অলিম্পিক পদজয়ী কুস্তিগির সাক্ষী মালিকও। ভিনেশের এই জয়ের পর তিনি বলেন, 'ভিনেশ আমার স্বপ্ন পূরণ করেছে।' এদিকে এক টকশো-তে আলোচনার সময় ভিনেশের জয় নিয়ে বজরং পুনিয়া মোদীর নাম না নিয়েই বলেন, 'এবার দেখি ফোন কীভাবে আসে।' পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে এও বলেন, 'আন্দোলনের সময় ভিনেশ ছিলেন জাঠ। তবে আজ তিনি ভারতের মেয়ে হয়ে গিয়েছেন।'
মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে উড়িয়ে দেন ভারতীয় তারকা। জেতেন ৫-০ ব্যবধানে। সেই জয়ের ফলে ফাইনালে পৌঁছে যান। সঙ্গে নিশ্চিত হয়ে যায় অলিম্পিক্স পদক। সোনা জিতবেন নাকি রুপো পাবেন, সেই রংটা নির্ধারণ করতে বুধবার ম্যাটে নামবেন। যদি তিনি ফাইনালে জেতেন, তাহলে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে সোনা পাবেন। এর আগে অবশ্য নিজের প্রথম রাউন্ডের ম্যাচেই গোটা কুস্তি জগৎকে নাড়িয়ে দিয়েছিলেন ভিনেশ। শেষ ১৫ সেকেন্ডে প্রায় হেরে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনেশ। পরপর ৮২ ম্যাচে জেতা ইউই সুসাকিকে টেকডাউন করেন ভিনেশ। আর ম্যাচ শেষ হতেই কেঁদে ফেলেন ভিনেশ। হতবাক হয়ে ম্যাটে বসে থাকেন জাপানের তারকা কুস্তিগির। সেই মুহূর্তের পর থেকেই সোনার স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। সেই স্বপ্নের আরও কাছে পৌঁছে গেলেন ভিনেশ। আর তখন উঠে আসছে যন্তরমন্তরের সেই সব স্মৃতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।