প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেয়েছেন ভিনেশ ফোগট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে ভিনেশকে আযোগ্য ঘোষণা করা হয়। দুর্ভাগ্যজনক ভাবে অলিম্পিক্স থেকে প্রস্থান হয়েছে ভিনেশের।
ভিনেশই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি অলিম্পিক্স ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলেছে, ভিনেশ রুপোর পদক দেওয়ার দাবি নিয়ে সিএএস (CAS) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ, যার রায় লক্ষ্মীবারে। চূড়ান্ত রায় দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নিয়েছে সিএএস। যদি সিএএস ভিনেশের পক্ষে রায় দেয়, তবে আইওসি-কে যৌথ ভাবে রুপো দিতে হবে ভিনেশকে।
আরও পড়ুন: ভিনেশেরও দোষ রয়েছে… তারকা কুস্তিগীরকে কাঠগড়ায় তুললেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী সাইনা
ভিনেশের দাবি খুবই প্রাসঙ্গিত। তাঁর মতে, মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ের সময় তাঁর ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায়, তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে। দেখার, ভিনেশের ভাগ্যে কী রয়েছে!
সিএএস (CAS) কী?
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) হল একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে সালিসি বা মধ্যস্থতার মাধ্যমে ক্রীড়া-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির সুবিধার্থে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির সদর দফতর সুইজারল্যান্ডের লুসানে। এছাড়া নিউ ইয়র্ক সিটি এবং সিডনিতেও এর আদালত রয়েছে। এছাড়াও অলিম্পিক্স আয়োজক শহরগুলিতে অস্থায়ী আদালত স্থাপন করা হয়ে থাকে।
আরও পড়ুন: চোটের অজুহাতে ভিনেশ কি ফাইনাল থেকে সরে গিয়ে রুপো নিশ্চিত করতে পারতেন? নিয়ম কী?
সিএএস যে কোনও ক্রীড়া সংস্থা থেকে স্বাধীন এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (ICAS)-এর প্রশাসনিক এবং আর্থিক কর্তৃপক্ষের অধীনে কাজ করে। সিএএস খেলাধুলার ক্ষেত্রে আইনি বিরোধ সালিশির মাধ্যমে সমাধান করে। আরবিট্রেশন প্যানেলে সাধারণত তিনজন সালিশকারী থাকে, প্রত্যেক পক্ষ একজন সালিশকারীকে বেছে নেয় এবং তৃতীয়টি প্রাসঙ্গিক বিভাগের সভাপতি দ্বারা নির্বাচিত হয়। কিছু ক্ষেত্রে একজন সালিশও নিযুক্ত করা যেতে পারে।
এই আদালতে ব্যক্তিগত ভাবে ক্রীড়াবিদেরা অভিযোগ করতে পারেন। আবার কোনও দেশের ক্রীড়া সংস্থাও সেখানে অভিযোগ করতে পারে। যদি বৃহস্পতিবার এই আদালত ভিনেশের পক্ষে রায় দেয়, তা হলে রুপো পাওয়ার একটি সুযোগ রয়েছে ভারতীয় কুস্তিগীরের। কারণ, যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন যে, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ক্রীড়াবিদের পক্ষে রায় হলে তিনি পদক ফিরে পাবেন। সে ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে নিজেদের ভুল স্বীকার করে সেই ক্রীড়াবিদকে পদক ফিরিয়ে দিতে হবে।
কেন ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়?
ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইলে অংশ নিয়েছিল। তবে ফাইনালের আগে তাঁর ওজন বেড়ে হয় ৫০.১ কেজি। ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। ফোগটের অযোগ্যতা প্রত্যেক ভারতীয়র জন্য একটি বড় হৃদয়বিদারক ছিল।
জানা গিয়েছে যে, স্বর্ণ পদক ম্যাচের ঠিক এক রাত আগে ভিনেশের ওজন হয়ে গিয়েছিল ৫২.৭ কেজি। অর্থাৎ সেমিফাইনাল ম্যাচের ২.৭ কেজি বেড়ে গিয়েছিল। এটা জানার পর ওজন কমানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন ভিনেশ। সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন ভিনেশ। জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। ওজন কমানোর জন্য ঘাম ঝরাচ্ছিলেন। চুলও কেটে ফেলেছিলেন তিনি। রক্ত বার করেছিলেন। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু তার পরেও ১০০ গ্রাম ওজন বেশি থেকে যায়। সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় ভিনেশকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।