পদক জয় থেকে একধাপ দূরে ভিনেশ ফোগত। এই বিভাগে অর্থাৎ কুস্তিতে দীর্ঘদিন ধরেই ভারত পদক আনতে থাকে। এবারেও কুস্তিতে পদক জয়ের আশা জাগালেন ভিনেশ ফোগত। বহুবার আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে গর্বিত করলেও এখনও পর্যন্ত অলিম্পিক্স পদক জয়ের ভাঁড়ার শূন্য তাঁর। এই পরিস্থিতিতে এবারে প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন ভিনেশ, আর সেখানেই জ্বলজ্বল করল তাঁর পারফরমেন্স। মঙ্গলবার ছিল ভিনেশ ফোগতের ৫০কেজি মহিলাদের কুস্তির প্রি কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ ষোলোয় গতবার অলিম্পিক্স চ্য়াম্পিয়নকেই মাটি ধরিয়ে দিলেন হরিয়ানা মেয়ে, কোয়ার্টারে হারালেন ইউক্রেনের আরেক প্রতিপক্ষকেও। ২৯ বছর বয়সী ভিনেশ রুদ্ধশ্বাসভাবে শেষ আটের ম্যাচ জিতে পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে।
আরও পড়ুন-'গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে, হেরে গেলে কাঁদত', বলছেন ছোটবেলার কোচ
ইউক্রেনের প্রতিপক্ষ ওকসানা লিভাচকে ৭-৫ ফলে হারিয়ে মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগের কুস্তির সেমিতে প্রবেশ করলেন ভিনেশ ফোগত। লড়াই ছিল এখানে বেজায় কঠিন। কিন্তু সেই কঠিন ম্যাচেই স্নায়ুচাপ ধরে রেখে দুরন্ত জয় ছিনিয়ে আনলেন ২৯ বছর বয়সী এই প্রতিবাদি মুখ। শুরু থেকেই লিড ধরে রেখেছিলেন ভিনেশ, আর শেষ পর্যন্ত ইউক্রেনের প্রতিপক্ষের হাজারো চেষ্টা সত্ত্বেও লিড নিয়েই শেষ করলেন ম্যাচ।
আরও পড়ুন-‘এটা শেষ নয়, এখান থেকেই শুরু করব!’ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার বার্তা লভলিনার
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউই সুসাকির বিরুদ্ধেও এক সময় পিছিয়ে ছিলেন হরিয়ানার মেয়ে। কিন্তু প্রথম অলিম্পিক্স পদক জয়ের লক্ষ্যে ছিলেন অবিচল। শেষ ৫ সেকন্ডেই খেলার ভোল বদল করে দেন কমনওয়েল্থ এবং এশিয়ান গেমসে সোনাজয়ী এই ভারতীয় কুস্তিগির। এরপর এসেছিলেন কোয়ার্টার ফাইনালে। সেখানে ইউক্রেনের প্রতিদ্বন্দীর বিপক্ষে অনবদ্য জয় ছিনিয়ে নিলেন ৭-৫ ফলে, সেই সঙ্গে শেষ চারে প্রবেশ করলেন। তাঁর এই পারফরমেন্সের ফলে কুস্তিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা বাড়ল। এমনিতে মঙ্গলবারের আগে পর্যন্ত ভারত ৫টি ইভেন্টে চতুর্থ হয়েছে প্যারিস অলিম্পিক্সে। ভিনেশের থেকে তাই দেশবাসীর আশা তিনি যেন অন্তত পদক নিয়েই ফেরেন। সেমিফাইনালে আজ রাতেই কিউবার গুজমান লোপেজের মুখোমুখি হবেন তিনি।
টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ীকে হারানোর পর আত্মবিশ্বাসের দিক থেকেও ভিনেশ এখন অনেকটা এগিয়ে। এছাড়াও কোয়ার্টারে ওকসানার বিরুদ্ধে দাপুটে জয়ও তাঁর মনোবল অনেকটাই বাড়িয়েছে। এর আগে দুবার অলিম্পিক্সে এলেও পদক জেতা হয়নি। গতবছর কুস্তি থেকে বিরতি নিয়েছিলেন ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে। এবার তাই দেশকে গর্বিত করে বার্তা দিতে মুখিয়ে রয়েছেন এই তারকা কুস্তিগির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।