অলিম্পিক্সের বহু আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল ভারতীয় অ্যাথলিটদের প্রসঙ্গ। সময়ে-সময়ে তিনি 'মন কি বাত'-এ ভারতীয় ক্রীড়াবিদদের প্রসঙ্গ উত্থাপন করতেন। অলিম্পিক্সে অংশ নিতে ভারতীয় অ্যাথলিটরা টোকিও উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সে উত্সাহিত করেন দীপিকা, রানি, নীরজদের।
টোকিওয় সাফল্য আসুক বা ব্যর্থতা, প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত মনোবল বাড়িয়েছেন ভারতীয় ক্রীড়াবিদদের। এমনকি ভারতের মহিলা হকি দল ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হওয়ার পর সরাসরি ভিডিও কলে রানিদের সঙ্গে কথাও বলেন তিনি।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
এবার অদিতি অশোক গলফে অল্পের জন্য পদক হাতছাড়া করার পর তাঁর প্রয়াসকে কুর্নিশ জানালেন মোদী। দুরন্ত পারফর্ম্যান্সের জন্য অদিতিকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
প্রধানমন্ত্রী টুইট করেন, ‘দারুণ খেলেছ অদিতি। টোকিওয় অসাধারণ স্কিল ও দৃঢ়তা দেখিয়েছ তুমি। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে, তবে তুমি বাকি ভারতীয়দের থেকে (ইভেন্টে) অনেক এগিয়ে গিয়েছ এবং নিজের আলাদা ছাপ রেখেছ। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা জানাই।'
রাষ্ট্রপতি কোবিন্দ টুইট করেন, ‘দারুণ খেলেছ অদিতি অশোক। আরও এক ভারতের কন্যা নিজের ছাপ রাখল। আজকের এই ঐতিহাসিক পারফর্ম্যান্স দিয়ে তুমি ভারতীয় গল্ফকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছ। অত্যন্ত শান্তভাবে ও নম্রতার সঙ্গে তুমি খেলে গিয়েছ। অনবদ্য স্কিলের উদাহরণ পেশ করার জন্য তোমাকে অভিনন্দন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।