কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে ভিনেশ ফোগটের করা আবেদন খারিজ হয়ে যায়, এর ফলে আর রৌপ্য পদক পাওয়া হয়ে ওঠেনি ভারতের এই কুস্তিগিরের। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য অলিম্পিক্সের ফাইনালে উঠেও শেষ পর্যন্ত তাঁর খেলতে নামা হয়নি। ওজন নির্দিষ্ট বিভাগের সীমা (৫০ কেজির) মধ্যে থাকলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত ছিল হরিয়ানার মেয়ে ভিনেশের। কিন্তু ফাইনালের দিন সকালেই দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম মতো বেশি রয়েছে, এরপরই তাঁকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, স্বপ্নভঙ্গ হয় ভিনেশ ফোগটের। একই সঙ্গে স্বপ্নভঙ্গ হয় কোটি কোটি ভারতবাসীর। এরই মধ্যে অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিরদের খারাপ পারফমেন্স নিয়ে মুখ খুললেন জাতীয় কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং।
আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনার পর প্রকাশ্যে এল ফ্লিনটফের ছবি! চিনতেই পারবেন না তারকাকে, আসবে চোখে জলও
মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত ব্রিজভূষণ সরণ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত সঞ্জয় সিং অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিরদের খারাপ পারফরমেন্সের জন্য দায় চাপালেন কুস্তিগিরদের করা আন্দোলনের ওপরই। তিনি ঘুরিয়ে বলতে চেয়েছেন, শেষ ১ বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন বিরোধী আন্দোলনের জেরেই খেলা থেকে ফোকাস সরে যায় কুস্তিগিরদের, সেই কারণেই এবারে পদকের সংখ্যা এই খেলায় কমে যায়। ভারতের আমন শেরাওয়াত একমাত্র কুস্তিগির হিসেবে এবারে প্যারিসে পদক জেতেন।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের দল থেকে বাদের জবাবটা মাঠেই দিতে চান বিরক্ত স্মিথ!খেলবেন আইপিএলেও!
জাতীয় কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং বলছেন, ‘ভারত ৫-৬টি পদক বেশি জিততে পারত, কিন্তু কুস্তিতে শেষ ১৫-১৬ মাসে হওয়া বিতর্কের জেরে সেটা সম্ভব হয়নি। আমরা অনেক পদকই হাতছাড়া করেছি এবারে। ভিনেশ ফোগটের পদকের ব্যাপারটিতে আমরা চেয়েছিলাম পদক যেন ভারতে আসে, কারণ এটা কারোর ব্যক্তিগত পদক নয়, বরং দেশের পদকের সংখ্যায় তা যোগ হত’। একদিন আগেই সিএএস ভিনেশের করা আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, অলিম্পিক্সে তিনি যুগ্মভাবে রুপো পাবেন না।
আরও পড়ুন-বাংলাদেশে অশান্তির জের! মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব! নাকচ বিসিসিআইয়ের
ওজন বেশি থাকার বিষয়টি নিয়েও ভিনেশের ঘাড়েই দোষ দিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং। তাঁর কথায়, ‘কোন ক্রীড়াবিদ কত কেজি ওজনের বিভাগে নামবেন, সেই সিদ্ধান্তটা ক্রীড়াবিদরাই নিয়ে থাকেন। তাই ওজন কমানোর দায়িত্বটাও তাঁঁর ওপরই বর্তায়। ওজন বাড়ানো বা জলদি কমানোর বিষয়টি পুরোপুরি খেলোয়াড়ের। তবে আমরা সবরকম সাহায্যই করেছিলাম। প্রস্তুতিতে কোনও অভাব হতে দিইনি, যখন যা চেয়েছে দিয়েছি। হাঙ্গেরিতে বিদেশী কোচের তত্ত্বাবোধানে অনুশীলন করতে চেয়েছিল, সেটারও ব্যবস্থা করেছি আমরা ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।