বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > ভিনেশের বিদেশি কোচ সরকারি অনুদানের টাকা উড়িয়েছেন নিজের স্ত্রী'র পিছনে, গুরুতর অভিযোগ

ভিনেশের বিদেশি কোচ সরকারি অনুদানের টাকা উড়িয়েছেন নিজের স্ত্রী'র পিছনে, গুরুতর অভিযোগ

কোচের সঙ্গে ভিনেশ। ছবি- টুইটার।

ভারত সরকারের দেওয়া টাকায় ভিনেশের হাঙ্গেরিয়ান কোচ প্রশিক্ষণ দিয়েছেন নিজের স্ত্রী'কে, উঠছে অভিযোগের আঙুল।

ভিনেশ ফোগতের অলিম্পিক্স প্রস্তুতির জন্য ভারত সরকার যে অর্থিক অনুদান দিয়েছিল তাঁর বিদেশি কোচ ওয়ালার আকোসকে, তার অপব্যবহার করেছেন তিনি। এমন গুরুতর অভিযোগ উঠছে ভারতীয় কুস্তিগীরের হাঙ্গেরিয়ান কোচের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন স্বয়ং সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি।

ডব্লিউএফআই প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিং টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় দাবি করেন, ওয়ালার ভারত সরকারের দেওয়া অর্থে প্রশিক্ষণ দিয়েছেন নিজের স্ত্রী'কে, যিনি হাঙ্গেরির হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেন। আসলে ভিনেশ ২ বছর হাঙ্গেরিতে অনুশীলন সারেন। সেই সময় ওয়ালার তাঁর স্ত্রী মারিয়ানা সাস্টিনের সঙ্গে একসঙ্গে অনুশীলন করান ভিনেশকে।

ব্রিজভূষণ বলেন, ‘ভিনেশ দু’বছর হাঙ্গেরিতে অনুশীলন করে। ওর কোচও একজন হাঙ্গেরিয়ান। ওর কোচ নিজের কোচিং পদ্ধতি নিয়ে আমাদের বোকা বানিয়েছে। ও নিজের কুস্তিগীর স্ত্রী মারিয়ানা সাস্টিনের সঙ্গে ভিনেশকে অনুশীলন করায়। ওর স্ত্রী'ও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে। তবে প্রথম রাউন্ডেই হেরে যায়।'

ডব্লিউএফআই সভাপতি আরও বলেন, ‘বিষয়টা এমন দেখাচ্ছে যে, নিজের স্ত্রী’র অনুশীলনের জন্য ভিনেশের কোচ টার্গেট টু অলিম্পিক পোডিয়াম প্রকল্প (TOPS) থেকে টাকা ব্যবহার করেছে।'

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ভিনেশের প্রস্তুতির জন্য ভারত সরকার টার্গেট টু অলিম্পিক পোডিয়াম প্রকল্প থেকে মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়েছে। ভিনেশ টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন।

বন্ধ করুন