মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতীয় ক্রীড়াবিদদের হতাশাজনক পারফরম্যান্সের পরে সোশ্যাল মিডিয়ায় তার দুঃখ প্রকাশ করেছেন। তার সাম্প্রতিক পোস্টে, তিনি প্রশ্ন তুলেছেন যে সরকার এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই অনেক প্রচেষ্টা সত্ত্বেও, ভারত কেন অলিম্পিক গেমসে বিশ্বকে পিছনে ফেলে দিতে পারে এমন প্রতিভা তৈরি করতে পারছে না। তিনি বলেছিলেন যে ভারতের সামগ্রিক র্যাঙ্কিংয়ের পতনে তিনি গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, ‘আমাকে স্বীকার করতে হবে যে আমার কাছে কোনও উত্তর নেই এবং আমি বিভ্রান্ত হয়েছি।’
আরও পড়ুন… কেন আসন্ন Duleep Trophy-তে নেই রিঙ্কু সিংয়ের নাম? এবার নীরবতা ভাঙলেন KKR-এর তরুণ ব্যাটার
প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর শেষে ভারত পদক তালিকায় ৭১ তম স্থানে রয়েছে, টোকিও অলিম্পিক্স ২০২০ এ ভারত ছিল ৪৮ তম স্থানে। সেখান থেকে নেমে এসেছে ভারত। আমেরিকা ৪০টি স্বর্ণ ও ৪৪টি রুপোর পদক নিয়ে শীর্ষে রয়েছে, চিন ৪০টি স্বর্ণ ও ২৭টি রুপোর পদক নিয়ে দুই নম্বরে রয়েছে। জাপান ২০টি স্বর্ণপদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তান ভারতকে টপকে গিয়ে ৬২তম স্থানে রয়েছে। পাকিস্তানের জ্যাভলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম স্বর্ণপদক জিতেছেন।
আরও পড়ুন… RG Kar Protest: রাতেই লালবাজারে উপস্থিত কল্যাণ চৌবে! আটক ইস্ট-মোহন সমর্থকদের ছাড়ালেন AIFF সভাপতি
প্যারিস অলিম্পিক্সে ভারত মোট ৬টি পদক জিতেছে
প্যারিস অলিম্পিক্সে ভারত একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে অর্থাৎ মোট ছয়টি পদক জিতেছে ভারত। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে একমাত্র রুপো জিতেছিলেন, যেখানে তিনি ৮৯.৪৫ মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন। হকি ও শুটিংয়ে ভারতের ঝুলিতে ব্রোঞ্জ পদক এসেছে। মাহিন্দ্রা বলেছেন যে সরকার স্পষ্টতই প্রচুর অর্থ ব্যয় করেছে এবং রাজ্য এবং জাতীয় উভয় স্তরেই জয়ের জন্য বিশাল পুরষ্কার দেওয়া হচ্ছে। আনন্দ মাহিন্দ্রা বলেন, সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই ক্রীড়া অবকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘বেসরকারি খাতের খেলোয়াড়রা অনেক অবদান রেখেছে, বিশেষ করে ওজিকিউ এবং জিন্দাল স্পোর্টস। স্কুলগুলোও খেলাধুলার দিকে বেশি মনোযোগ দিয়েছে।’
আরও পড়ুন… IPL 2024 দুরন্ত পারফর্ম করেও কেন দলীপ ট্রফিতে নেই? তরুণ পেসারের জন্য রবিচন্দ্রন অশ্বিনের প্রশ্ন
আনন্দ মাহিন্দ্রা আরও বলেন, ‘আমাদের জনসংখ্যার বিবেচনায় আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো পারফর্ম করতে এবং সম্মানজনক সংখ্যক পদক জিততে আমাদের কী করতে হবে সে সম্পর্কে সাধারণত সবারই ভালো ধারণা আছে।’ মাহিন্দ্রা আরও বলেছিলেন যে জাতীয় মানসিকতা পরিবর্তিত হয়েছে এবং ভারতীয় ক্রীড়াবিদদের প্রতি প্রচুর আগ্রহ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন যে এত প্রচেষ্টা সত্ত্বেও, ভারত কেন অলিম্পিক গেমসে বিশ্বকে পিছনে ফেলে দিতে পারছে না, সেরা হওয়ার মতো প্রতিভা খুঁজে পাচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।