Neeraj Chopra wedding: দুইবারের অলিম্পিক্স পদকজয়ী ও টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী হিমানি মোরকে বিয়ে করেছেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নীরজ তার গোপন বিয়ের বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন এবং কীভাবে এই সম্পর্ক গড়ে উঠল তা তুলে ধরেছেন।
নীরজ চোপড়া জানান, তাঁর স্ত্রী হিমানি মোর ক্রীড়াপ্রেমী এক পরিবার থেকে এসেছেন। তার বাবা-মা ছিলেন কাবাডি খেলোয়াড়, আর তার ভাই কুস্তিগীর ও বক্সার। তিনি আরও বলেন, আসন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া মরশুমের কথা মাথায় রেখে তিনি ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন, যাতে প্রস্তুতিতে কোনও ঘাটতি না হয়।
আরও পড়ুন … ভিডিয়ো: ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় হার্দিক পান্ডিয়াদের কঠিন লড়াইয়ের গল্প
স্ত্রী-কে নিয়ে কী বললেন নীরজ চোপড়া?
‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে কথা বলতে গিয়ে নীরজ চোপড়া বলেন, ‘আমি হিমানিকে আগেও চিনতাম। সে একটি ক্রীড়াবিদ পরিবার থেকে এসেছে। তার বাবা-মা কাবাডি খেলোয়াড় ছিলেন। তার ভাইরা কুস্তি ও বক্সিং করে। সে নিজেও একজন টেনিস খেলোয়াড় ছিল। কিন্তু চোটের কারণে সে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেয়। আমাদের পরিবারগুলোর মধ্যে যোগাযোগ ছিল, আমরা ক্রীড়াবিদ হিসেবে কথা বলতাম, আর আজ আমরা একসঙ্গে।’
আমরা শিগগিরই বড় করে সেলিব্রেশন করব- নীরজ চোপড়া
নীরজ চোপড়া আরও বলেন, ‘আমার বন্ধুবান্ধব ও পরিবারের অনেকেই আমার বিয়ের ব্যাপারে জানত। পরিকল্পনা ছিল আগে বিয়ে করা, তারপর সকলের সঙ্গে শেয়ার করা। আসন্ন ক্রীড়া মরশুমের জন্য আমাকে কঠোর অনুশীলন করতে হবে, তাই আমি এই সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, আমরা শিগগিরই বড় করে সেলিব্রেশন করব।’
‘গ্রামের মানুষ গোপনীয়তা বুঝতে পেরেছেন’
বিয়েটি গোপনে করার কারণে গ্রামের লোকেরা রাগ করেছেন কিনা জানতে চাইলে নীরজ বলেন, বেশিরভাগ মানুষই বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন এবং তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। নীরজ চোপড়া বলেন, ‘আমার গ্রামের মানুষ বিয়ের গোপনীয়তা বোঝার চেষ্টা করেছেন। আমি সকলের সঙ্গে কথা বলেছি। যখন আমি ও হিমানি ফ্রি হব, তখন আমরা আমাদের গ্রামের সকলের সঙ্গে আনন্দ উদযাপন করব।’
আরও পড়ুন … ১৪ মাস পরে ফের গোল করলেন নেইমার! স্যান্টোসের জার্সি গায়ে ফর্মে ফিরলেন ব্রাজিলের তারকা ফুটবলার
হিমানি মোর সম্পর্কে জানুন
নীরজ চোপড়ার স্ত্রী হিমানি মোর হরিয়ানার সোনিপাতের মেয়ে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের আমহার্স্টে অবস্থিত ম্যাককরম্যাক আইসেনবার্গ স্কুল অব ম্যানেজমেন্টে স্পোর্টস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করছেন।
নীরজ চোপড়ার অর্জন
নীরজ চোপড়া অলিম্পিক্সের অ্যাথলেটিক্স বিভাগে পদক জেতা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ। এছাড়াও, তিনি ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ যিনি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। ২৭ বছর বয়সি এই তারকা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। তিনি ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছেন। এছাড়াও, ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জেতার পাশাপাশি তিনি দুইবার এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।