শুভব্রত মুখার্জি:- চলতি প্যারিস অলিম্পিক গেমসের লন টেনিসের মহিলা এবং পুরুষ উভয় বিভাগের চ্যাম্পিয়ন ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। পুরুষ বিভাগে রবিবার দিন এক টানটান উত্তেজনার ফাইনালের সাক্ষী থেকেছেন সকলে। ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ার ৩৭ বছর বয়সী তারকা নোভাক জকোভিচের। ফাইনালে যাকে বলে একেবারে 'এন্ড টু এন্ড স্টাফ' অর্থাৎ দুই প্রান্তের খেলা দেখা গিয়েছে। রুদ্ধশ্বাস লড়াইতে দিন শেষে কার্লোস আলকারাজকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন নোভাক জকোভিচ।
পঞ্চম খেলোয়াড় হিসেবে কেরিয়ার স্ল্যাম গড়ার নজির ও করেছেন তিনি।ফাইনালে হেরে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন কার্লোস আলকারাজ। ম্যাচ শেষে তাঁর প্রতিও এক আবেগময় বার্তা দিয়েছেন নোভাক জকোভিচ। আলাকারাজের প্রতি তাঁর বার্তা সোনা জয়ের জন্য তুমি এখন ও ২০ টা অলিম্পিক গেমস পাবে। নিজের এক্স হ্যান্ডেল থেকে এক আবেগময় বার্তা তিনি পোস্ট করেছেন কার্লোস আলকারাজকে উদ্দেশ্য করে।
নোভাক লিখেছেন, ‘আরও একটা মহাকাব্যিক ফাইনাল হল কার্লোস আলকারাজ। এল ক্লাসিকো। তোমাকে এবং তোমার টিমকে ধন্যবাদ জানাই। দারুন একটা অলিম্পিক্স কেটেছে তোমাদের। তোমার বয়স মাথায় নিলে, তোমার এনার্জি দেখলে, যেভাবে তুমি খেলছ সেটা দেখলে আমি বলতে পারি তোমার হাতে আরও ২০টা অলিম্পিক গেমস রয়েছে। তোমার স্বর্ণপদক নিশ্চয় আসবে। খুব শীঘ্রই আসবে।’ ফাইনাল ম্যাচে দুই তারকার মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ১৬ বছর বয়সের ফারাক থাকলেও যেভাবে আলকারাজের প্রতি শটের সঙ্গে তাল মিলিয়ে শট মেরেছেন নোভাক জকোভিচ তা অনবদ্য।
ম্যাচে দুটি সেট গিয়েছে টাইব্রেকারে।দুটি সেটের টাইব্রেকার জিতে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছেন নোভাক। ৭-৬,৭-৬ ফলাফলে ম্যাচ জিতেছেন তিনি। চলতি বছরেই ফরাসি ওপেন এবং উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক জকোভিচ। রোলাঁ গারোতে ফিলিপ সাঁতিয়ের কোর্টে রবিবার এই দুই ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়েছেন নোভাক জকোভিচ।
তাঁর ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডে যা জোর ছিল তা নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে আলকারাজের। মারাত্মক রকমের কোর্ট কভারেজে নোভাক প্রতিহত করেছেন আলাকারাজের বেশিরভাগ শটকে। এখানেই শেষ নয়।নোভাক জকোভিচের সার্ভিসে ও এদিন ছিল অসম্ভব জোর। সার্ভ পড়ে কিক করছিল। অর্থাৎ বাউন্স করে উপরে উঠে আসছিল।যা সামলাতে গিয়ে কালঘাম ছুটে যায় আলকারাজের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।