রবি কুমার দাহিয়ার হাত ধরে রুপোর পদক জিতল ভারত। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। শেষ পর্যন্ত রুপো জিতলেন রবি। ভারতের ঝুলিতে এই পদক আসতেই নতুন স্বপ্ন দেখতে শুরু করেদিয়েছে হরিয়ানারা একটি ছোট গ্রাম নাহরি। রবি দাহিয়ার বাবা রাকেশ দাহিয়া জানিয়ে দিলেন এবার হয়তো গ্রামে রাস্তা, জল আর বিদ্যুৎ-এর সমস্যা মিটবে।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
আসলে রবি কুমার দাহিয়া যেই গ্রামে থাকেন সেখানে জল ও বিদ্যুৎ-এর প্রচুর সমস্যা রয়েছে। হরিয়ানার ছোট গ্রাম নাহরি, সেখানে বসবাস করেন ১৫০০০ জন মানুষ। সেখানে সকালে ২ ঘন্টা ও সন্ধ্যে বেলায় ছয় ঘন্টার জন্য আলো আসে। জলেরও খুব সমস্যা রয়েছে। সেই গ্রামের ছেলের হাত ধরে বৃহস্পতিবার রুপো জিতেছে ভারত। ছেলের এই পদক জয়ের পর থেকেই গোটা গ্রাম নতুন স্বপ্ন দেখছে। সম্ভবত এবার তারা ২৪ ঘন্টা জল আর বিদ্যুৎ-এর পরিষেবা পাবে। তাদের গ্রামের রাস্তাঘাটও যে খুব খারাপ অবস্থায় রয়েছে সেটাও জানান রবির বাবা। গ্রামের মানুষের আশা ছেলের হাত ধরেই এবার গ্রামের সকল সমস্যা মিটতে চলেছে।
রবি কুমার দাহিয়ার বাবা রাকেশ দাহিয়া জানান, ‘আমার আশা তাঁর পদক আমাদের গ্রামে ২৪*৭ ঘন্টার বিদ্যুৎ নিয়ে আসবে। এবং এবার হয়তো উপযুক্ত রাস্তাও পেতে পারি আমরা। আমি বিশ্বাস করি আমার ছেলের পদক আমাদের গ্রামের উন্নতি করবে। আমি ওর সাফল্যে খুশি।’ নাহরি গ্রামের ১৫০০০ মানুষ গ্রামের ছেলের হাত ধরে নিজেদের ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন দেখছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।