ভারতের প্রবীণ কুস্তিগীর ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক ২০২৪-এ তার শক্তিশালী পারফরম্যান্সের জন্য পুরষ্কার পাবেন কি না তা আজ জানা যাবে। ভিনেশ যে অধিকারের জন্য গত ৬ দিন ধরে লড়াই করে চলেছেন তা পাবেন কিনা সেটার সিদ্ধান্ত নেওয়ার দিন এসে গিয়েছে। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে নির্ধারিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি পাওয়ায় ভিনেশ ফোগাটকে তার ফাইনালের দিন পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হয়েছিল এবং পদকের দৌড় থেকেও ছিটকে দেওয়া হয়েছিল। ভিনেশ এর বিরুদ্ধে স্পোর্টস আরবিট্রেশন অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আপিল করেছিলেন। এ নিয়ে শুনানিও হয়েছে এবং এখন কয়েক দফা সিদ্ধান্ত স্থগিত করার পর আগামী ১৩ অগস্ট মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।
৭ অগস্ট অনুষ্ঠিত ফাইনালের সকালে ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, তারপরে তিনি একই সন্ধ্যায় সিএএসের কাছে আবেদন করেছিলেন। তারপর থেকে ভিনেশ সহ গোটা দেশ এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিন্দি ছবি 'দামিনী'-তে আইনজীবী সানি দেওলের মতো, ভিনেশও গত কয়েকদিন ধরে শুধুমাত্র 'তারিখের পর তারিখ' পেয়েছেন। যেখানে আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অলিম্পিকের শেষ পর্যন্ত, এখন এই সিদ্ধান্ত আসবে গেমস শেষ হওয়ার ২ দিন পরে এবং সেই দিনটি ১৩ অগস্ট।
আরও পড়ুন… ভারতের জার্সি গায়ে আর কত বছর খেলতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলি? উত্তর দিলেন হরভজন সিং
৩ ঘণ্টা শুনানি, ৪ দিন পর সিদ্ধান্ত
গত ৯ অগস্ট শুক্রবার প্যারিসে অলিম্পিক গেমসের জন্য গঠিত সিএএস অ্যাড-হক বিভাগে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টার এই শুনানিতে ভিনেশের আইনজীবীরা তাদের পক্ষে বক্তব্য রাখেন। এই সময়কালে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনও একটি পক্ষ হিসাবে জড়িত ছিল এবং তাদের অবস্থান পেশ করেছিল। একইসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর আইনজীবীরাও যুক্তি দিয়েছেন। CAS সালিসকারী ডঃ অ্যানাবেল বেনেটের সামনে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগে ধারণা করা হয়েছিল যে এ বিষয়ে সিদ্ধান্তটি ১০ অগস্ট আসবে, কিন্তু সেদিন সিএএস সিদ্ধান্ত স্থগিত করে এবং উভয় পক্ষের কাছ থেকে কিছু নথি দাবি করে এবং সিদ্ধান্তের জন্য ১৩ অগস্ট তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন… বরফ গলছে? BCCI-এর নির্বাচক কমিটি দলীপ ট্রফির জন্য নির্বাচন করতে পারে ইশানকে
রুপোর পদক নাকি হতাশা- কী আছে ভিনেশের ভাগ্যে?
আজ অর্থাৎ ১৩ অগস্ট ভারতীয় সময় রাত ৯.৩০ বা তার আগে এই সিদ্ধান্ত জানা যাবে। এ ক্ষেত্রে রুপোর পদক দেওয়ার দাবি জানিয়েছেন ভিনেশ ফোগাট। ভিনেশের এই দাবিটি এই ভিত্তিতে যে সে একদিন আগে সেমিফাইনাল সহ তার তিনটি ম্যাচ খেলেছিল, ৫০ কেজি ওজনের নির্ধারিত সীমার মধ্যে ছিল এবং তিনটিতেই ন্যায্য জয় নিয়ে ফাইনালে উঠেছিল সে। ফাইনালের দিনই তার ওজন ১০০ গ্রাম বেশি ছিল এবং তাই তাকে শুধুমাত্র ফাইনাল থেকে অযোগ্য ঘোষণা করা উচিত, পুরো ইভেন্ট থেকে নয়। এমন পরিস্থিতিতে তাঁকে যৌথভাবে রুপোর পদক দেওয়া উচিত। এখন ভিনেশের এই দাবি পূরণ হবে কি না, তাও আজ সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন… ভারতের মাটিতে দু'সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ সিরিজে নামবে নেপাল
গেমস ভিলেজ ছেড়েছেন ভিনেশ ফোগাট
এদিকে সিদ্ধান্ত জানার আগেই গেমস ভিলেজ ছেড়েছেন ভিনেশ ফোগাট। তাঁর সেই ছবি বেশ ভাইরাল হচ্ছে। পদক হাতছাড়া হওয়ার পরে ভেঙে পড়েছিলেন ভিনেশ ফোগাট, তবে এদিন তিনি যখন গেমস ভিলেজ ছাড়ছিলেন তখন তাঁকে অনেকটাই হাল্কা দেখাচ্ছিল। সূত্রের খবর, বর্তমানে সে আগের থেকে কিছুটা ভালো রয়েছেন। এখন সে আগের তুলনায় একটু বেশি খাচ্ছে। সে নিজেকে এখন অনেকটাই আগের মতো করে তুলেছেন। তবে তিনি এখনও সকলের সঙ্গে বেশি কথা বলছেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।