অলিম্পিক্সে মেডেল জিততে না পারলেও বিশ্ব অ্যাথলেটিক্সে নতুন কৃতিত্ব অর্জন করলেন ভারতের মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কউর। টোকিও অলিম্পিক্সে ডিসকাস থ্রো ইভেন্টে ষষ্ঠ হয়েছিলেন কমলপ্রীত। সদ্য সমাপ্ত হওয়া গেমসের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৪ মিটার ডিসকাস থ্রো করে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। তবে ফাইনালে পৌঁছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে শেষ পর্যন্ত ষষ্ঠ স্থান দখল করেন তিনি। ফাইনালে ৬৩.৭০ মিটার ডিসকাস থ্রো করেছিলেন তিনি। আর এমন দুরত্বে ডিসকাস থ্রো করে বিশ্ব ক্রমতালিকায় ২২ ধাপ উঠে গেলেন কমলপ্রীত কউর। বর্তমানে বিশ্ব ডিসকাস থ্রোয়ের ক্রমতালিকায় ১০ নম্বরে জায়গা করে নিলেন তিনি। যা ভারতকে বিশ্ব দরবারে গর্বিত করেছে।
তবে সব অ্যাথলিটদের মতোই কমলপ্রীতের সফরও খুব একটা সহজ ছিল না, কমলপ্রীত কউরের যাত্রা ছিল চড়াই উতরাইয়ে ভরা। ডিসকাস থ্রোয়িংয়ের বদলে কমলপ্রীতের হাতেখড়ি শট পাটার হিসাবে। স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়ার কোচের পরামর্শেই ডিসকাস থ্রোয়িংকে বেছে নিয়েছিলেন কমলপ্রীত। এরপরে ২০১৮ সালে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর ডিপ্রেসনে চলে গিয়েছিলেন পঞ্জাব কন্যা। তবে এরপরে হতাশাকে পিছনে ফেলে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক্সে নিজের জায়গা পাকা করেছিলেন কমলপ্রীত।
তবে কমলপ্রীত এখনও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন। কমলপ্রীত স্বীকার করেছিলেন একটা সময় কোন কোচ যদি তাঁকে ক্রিকেটকে বেছে নেওয়াক পরামর্শ দিতেন, তাহলে তিনি ক্রিকেটারই হতেন। তবে সেই আশা এখনও জিইয়ে রেখেছেন বছর ২৫-র কৃষক পরিবারের মেয়েটি। তবে এ দিন তিনি বিশ্ব ডিসকাস থ্রোয়ের ক্রমতালিকায় সেরা ১০ এর মধ্যে প্রবেশ করার পরে নিজের ভাবনাকে নতুন দিশা দেখান কিনা সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।