ইতিহাস গড়লেন ভিনেশ ফোগট। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছলেন তিনি। মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে উড়িয়ে দেন ভারতীয় তারকা। জেতেন ৫-০ ব্যবধানে। সেই জয়ের ফলে ফাইনালে পৌঁছে যান। সঙ্গে নিশ্চিত হয়ে যায় অলিম্পিক্স পদক। সোনা জিতবেন নাকি রুপো পাবেন, সেই রংটা নির্ধারণ করতে বুধবার ম্যাটে নামবেন। রাত ১০ টার পরে ভিনেশের ম্যাচ শুরু হবে। যদি ফাইনালে জেতেন, তাহলে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে সোনা পাবেন।
ভিনেশের কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলস্টোন
১) কমনওয়েলথ গেমসে তিনটি সোনা জিতেছেন ভিনেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আছে দুটি ব্রোঞ্জ। একবার এশিয়ান গেমসে সোনা জিতেছেন। ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছিলেন ভারতের তারকা।
২) ২০১৯ সাল এবং ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভিনেশ। ২০১৮ সালের এশিয়ান গেমসে জিতেছিলেন সোনা। ২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ভিনেশ।
৩) প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা জয়ের নজির আছে ভিনেশের।
অলিম্পিক্সে ভিনেশের পারফরম্যান্সের ইতিবৃত্ত
১) ২০১৬ সালের রিও অলিম্পিক্স: দশম (মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল)।
২) ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স: নবম (মহিলাদের ৪৮ কেজি ফ্রিস্টাইল)।
৩) ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স: আপাতত ফাইনাল (মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)।
মাঠের বাইরে চ্যালেঞ্জ
অলিম্পিক্সের আগে বাকি কুস্তিগিররা যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গত বছর দীর্ঘ সময় রাস্তায় ছিলেন ভিনেশ। ভারতের রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তাঁরা প্রতিবাদে সরব হয়েছিলেন।
তারপরও প্যারিস অলিম্পিক্সে প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়ে দেন ভিনেশ। সেজন্য তাঁকে 'ভারতের সিংহি' বলেও উল্লেখ করেছেন বজরং পুনিয়া। যিনি টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ জিতেছিলেন।
অলিম্পিক্সে কুস্তি থেকে ভারতের পদক
১) খাশাবা দাদাসাহেব যাদব (ব্রোঞ্জ, ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্স, পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল)।
২) সুশীল কুমার (ব্রোঞ্জ, ২০০৮ সালের বেজিং অলিম্পিক্স, পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল)।
৩) সুশীল কুমার (রুপো, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্স, পুরুষদের ৬৬ কেজি ফ্রিস্টাইল)।
৪) যোগেশ্বর দত্ত (ব্রোঞ্জ, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্স, পুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল)।
৫) সাক্ষী মালিক (ব্রোঞ্জ, ২০১৬ সালের রিও অলিম্পিক্স, মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইল)।
৬) রবিকুমার দাহিয়া (ব্রোঞ্জ, ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স, পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল)।
৭) বজরং পুনিয়া (ব্রোঞ্জ, ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স, পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল)।
৮) ভিনেশ ফোগট (সোনা বা রুপো, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।