পুজো উপলক্ষে এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজয়ে দশমীর সন্ধ্যায় সল্টলেকের করুণাময়ীতে দশেরার অনুষ্ঠানে যোগ দিলেন মহারাজ। এই অনুষ্ঠানে সানমার্গ সেন্ট্রাল পার্ক সল্টলেক এলাকায় ৫০ ফুট লম্বা রাবণ এবং ৪০ ফুট মেঘনাদ এবং কুম্ভকর্ণের কুশপুতুল দাহ করা হল। দশেরায় কলকাতার সবচেয়ে উঁচু কুশপুত্তলিকা পোড়ানোর ঐতিহ্য বজায় রাখল সল্ট লেক সাংস্কৃতিক সংসদ কমিটি।
দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এর মধ্যে দিয়ে দশেরা উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মন্দের অবসান ভালোর বিজয় উদযাপন। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে একটি ইতিবাচক সংযোগ স্থাপন করা।
আরও পড়ুন… মিশন T20 WC 2022! নেই একজন, অস্ট্রেলিয়াগামী ১৪ খেলোয়াড়ের ভারতীয় দলের ছবি শেয়ার করল BCCI
বিজয়া দশমীর দিন অর্থাৎ যখন মা উমা যখন কৈলাসে নিজের সংসারে ফিরে যাচ্ছেন তখনই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সল্টলেক সাংস্কৃতিক সংসদ কমিটির এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু, বিধায়ক বিবেক গুপ্ত-সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সেই কারণেই মন ভালো নেই মহারাজের। জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা গঙ্গোপাধ্যা। তাঁকে সেই সময়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে চিকিৎসকেরা প্রথমে অনুমান করেছিলেন। সেই কারণে ডোনার ডেঙ্গি পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। এর পর চিকিৎসা আরও পরীক্ষা করান। তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভের স্ত্রী। তার পর চিকিৎসা শুরু হয় তাঁর। ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন… আইএসএলের প্রথম ম্যাচ খেলতে কেরল পৌঁছাল ইস্টবেঙ্গলের ২৭ সদস্যের দল
এদিকে অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভের স্ত্রী। উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর রয়েছে ডোনার। ব্যথাও অনুভব করছেন তিনি। এ ছাড়াও শরীরে র্যাশ রয়েছে তাঁর। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। ডোনার অসুস্থতার খবরে বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে ডোনার পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে।