বাংলা নিউজ > ময়দান > বুমরাহর সাফল্যের দিনে 'ক্রিস্পি ডাক' খেয়ে ইংরেজদের নিয়ে নির্মম রসিকতা স্ত্রী সঞ্জনার

বুমরাহর সাফল্যের দিনে 'ক্রিস্পি ডাক' খেয়ে ইংরেজদের নিয়ে নির্মম রসিকতা স্ত্রী সঞ্জনার

সঞ্চালনা করছেন জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন

ওভালে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন জসপ্রীত বুমরাহ। বাইশ গজে যখন বল হাতে ইতিহাস গড়েছেন বুমরাহ, তখনই ওভালের গ্যালারিতে মাইক হাতে ব্রিটিশ ক্রিকেটারদের কটাক্ষ করছেন জসপ্রীত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন।

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ ব্রিটিশ ব্যাটারদের সমস্যা তৈরি করলেন, অন্যদিকে তখন জসপ্রীত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন জেসন রয়দের নিয়ে মজা করলেন। ওভালে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন জসপ্রীত বুমরাহ। বাইশ গজে যখন বল হাতে ইতিহাস গড়েছেন বুমরাহ, তখনই ওভালের গ্যালারিতে মাইক হাতে ব্রিটিশ ক্রিকেটারদের কটাক্ষ করছেন জসপ্রীত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন।

আরও পড়ুন… সব ফর্ম্যাট মিলিয়ে বুমরাহই বিশ্বের সেরা বোলার, মেনে নিলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন

বর্তমানে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে সঞ্চালিকার কাজ করছেন জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। ম্যাচ চলাকালীন গ্যালারিতে অ্যাঙ্কারিং করতে দেখা গেল সঞ্জনা গণেশনকে। সেখানে তিনি ওভালের গ্যালারি ঘুরিয়ে দেখালেন। যেখানে তিনি স্টেডিয়ামের বিভিন্ন খাবারের স্টল ঘুরিয়ে দেখাচ্ছিলেন। মজার বিষয় হল সেই সময়ে তিনি হাঁসের মাংস হাতে নিয়ে অ্যাঙ্কারিং করলেন। তিনি সঞ্চালনা করার সময়ে বললেন একদিকে মাঠে ইংল্যান্ড ব্যাটসম্যানরা‘ডাক’ হচ্ছেন মানে শূন্য রানে আউট হচ্ছেন, তখন আমার হাতে‘ডাক’-এর মাংস অর্থাৎ হাঁসের মাংস রয়েছে, যার স্বাদটা দারুণ। মুহূর্তের মধ্যে এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন… সব ফর্ম্যাট মিলিয়ে বুমরাহই বিশ্বের সেরা বোলার, মেনে নিলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন

আরও পড়ুন… সব ফর্ম্যাট মিলিয়ে বুমরাহই বিশ্বের সেরা বোলার, মেনে নিলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন

এদিন ওভালের ম্যাচে ৭.২ ওভারের বোলিং করে ১৯ রানের বিনিময়ে বুমরাহ নিয়েছেন ইংল্যান্ডের ৬টি উইকেট। যা থ্রি লায়ন্সদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স। এদিন জেসন রয়, জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে শূন্য রানে আউট করেন জসপ্রীত বুমরাহ। অর্থাৎ বুমরাহর বলে ইংল্যান্ডের তিন প্রথম সারির ব্যাটার‘ডাক’ আউট হন।

বন্ধ করুন