৩৮ বছর আগে ২৫ জুনই কপিলরা ২২ গজে ইতিহাসে তৈরি করেছিলেন, স্মৃতি হাতড়ালেন সচিনরা
Updated: 25 Jun 2021, 08:19 PM IST- ২৫ জুন, ১৯৮৩। এই দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এই দিনেই কপিল দেবের নেতৃত্বে কপিল দেব বাহিনী সকলকে অবাক করে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছিল।