পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বৃহস্পতিবার বলেছেন যে, এশিয়া কাপের জন্য পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায়, আসন্ন আইসিসি ইভেন্টগুলিতে প্রভাব ফেলবে। এশিয়া কাপের জন্য একটি নতুন হাইব্রিড ফরম্যাট আয়োজনের মাধ্যমে ভারতের গেমগুলিকে পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব জানিয়েছিল পিসিবি। কিন্তু এসিসি রাজি হচ্ছে না। নাজাম শেঠি মনে করেন, এর প্রভাব পড়বে ভারতে ৫০-ওভারের বিশ্বকাপ এবং পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘যদি ভারত এখন একটি নিরপেক্ষ ভেন্যু চায় এবং হাইব্রিড মডেল গ্রহণ করে, তা হলে আমরা বিশ্বকাপে একই হাইব্রিড মডেল ব্যবহার করব। পাকিস্তান তার বিশ্বকাপের ম্যাচগুলো ঢাকা বা অন্য যে কোনও ভেন্যুতে খেলতে পারে। এবং একই ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত এ ভাবে খেলতে পারে। অর্থাৎ অন্য সব দেশ পাকিস্তানে এসে খেলতে পারে কিন্তু ভারত খেলতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। সুতরাং এটি এমন একটি মডেল, যা এই রাজনৈতিক জটিলতার সমাধানের উপায়।’
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচের আয়োজন করতে চলেছে বিসিসিআই, সেই সম্পর্কে নাজাম শেঠি বলেছেন, ‘যখন আমি শুনলাম যে পাকিস্তানের ম্যাচ আমদাবাদে হবে, তখন আমি হেসেছিলাম এবং মনে মনে বলেছিলাম, আমরা যে ভারতে আসব না, সেটা নিশ্চিত করার এটি একটি উপায়। আমি বলতে চাইছি, যদি চেন্নাই বা কলকাতার কথা বলা হত, তা হলে হয়তো বোঝা যেত।’
আরও পড়ুন: DC-র মতো প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ KKR-এর, অক্সিজেন পেল RR
তিনি আরও বলেছেন, ‘আমি এর রাজনীতিতে যেতে চাই না। তবে অবশ্যই এর একটি রাজনৈতিক কোণ আছে বলে মনে হচ্ছে। কারণ যদি ভারতে এমন একটি শহর থাকে, যেখানে আমাদের নিরাপত্তার সমস্যা থাকতে পারে, তা হল আমদাবাদ। এবং তাই আমি মনে করি যে, এটি সম্পর্কে যত কম বলা হয় ততই ভালো। এটি ধারণা দেয় যে, এটা কিছুটা বলে দেওয়া, আরে, আমরা আমদাবাদে মুখোমুখি হতে যাচ্ছি এবং আপনি সতর্ক থাকুন। আপনি জানেন, কে আমদাবাদ শাসন করে।’
অক্টোবরে এশিয়া কাপের আয়োজনের বিষয়ে বাহরিনে সাম্প্রতিক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি বলেছিলেন যে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং হাইব্রিড মডেল নিয়ে সদস্যদের প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছি। তিনি এও জানিয়েছেন, যদি এসিসি পাকিস্তান থেকে এশিয়া কাপ সরায়, তবে টুর্নামেন্ট বয়কট করবে তারা।
আরও পড়ুন: IPL-এর সবচেয়ে বড় রেকর্ড করলেন যশস্বী জসওয়াল, ১৩ বলে পঞ্চাশ করে গড়লেন ইতিহাস
নাজাম শেঠির মতে, ‘এটি সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কা হবে, নাকি এটি তৃতীয় ভেন্যু হতে পারে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা জানি না। প্রথম প্রশ্ন হল, আমরা যে হাইব্রিড মডেলটি প্রস্তাব করেছি, তা কি গ্রহণযোগ্য? আমরা কি সেই নিয়ম মেনে খেলব? যদি এসিসি জোর দেয় যে, সমস্ত খেলা এক ভেন্যুতে অনুষ্ঠিত হবে, আমরা এশিয়া কাপ খেলব না।’
নাজাম শেঠি আরও যোগ করেছেন যে, তিনি বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দেখা করে ভালো ভাবে কথা হয়েছে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে দীর্ঘ কথোপকথন হয়েছে। তিনি বলেওছেন, ‘আমি জয় শাহের সঙ্গে কথা বলেছি। আমাদের কোনও এমনিতে সমস্যা নেই, আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। এবং আমরা খুব বন্ধুত্বপূর্ণ ভাবেই কথা হয়েছে। সমস্যা একটাই যে. উনি আমাকে কখনও পাকিস্তানে না খেলার কারণ দেননি। তিনি শুধু হেসে বলেছেন, আচ্ছা, পরিস্থিতি কেমন তা আপনি জানেন, তাই আসুন এটি নিয়ে আলোচনা করি। সমাধানগুলি খুঁজে বের করি। এবং তার পরে আমরা অন্যান্য সমাধান খুঁজে পাই এবং এটি একটি সমাধান যা আমি খুঁজে পেয়েছি, সেটি হল হাইব্রিড মডেল- যেটা আসলে আপস।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।