শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন মিকি আর্থার। পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। ফের তিনি সেই পদে ফিরতে চলেছেন। তবে এবারে পদ্ধতিগতভাবে পুরো বিষয়টাই আলাদা। কারণ এবার অনলাইনে বাবরদের কোচিং করাবেন তিনি! বিষয়টি শুনে অভিনব মনে হলেও, বিষয়টি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন দেশের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি এই নিয়োগ এবং তার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর সোজাসাপ্টা বক্তব্য পিসিবি কোন যুক্তিতে এই কাজটা করল!
আরও পড়ুন… Ind vs NZ 3rd T20I: সিরিজ নির্ণায়ক ম্যাচে নামার আগে শাহরুখের পাঠান দেখে নিজেদের তাতাল মেন ইন ব্লুজ
প্রসঙ্গত এই মুহূর্তে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট দলের কোচের দায়িত্বে রয়েছেন মিকি আর্থার। তিনি সেই দায়িত্ব ছাড়ছেন না। তার পাশাপাশি তিনি পাকিস্তান সিনিয়র দলেরও কোচিং করাবেন। তবে তা করাবেন অনলাইনে। ফলে তাঁর একজন সহকারী কোচ থাকছেন। তিনি মাঠে হাতে কলমে সবকিছু বাবরদের বুঝিয়ে দেবেন। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই আফ্রিদি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। যদিও এখন তিনি সেই দায়িত্বে নেই। তিনি অনলাইন কোচের বিষয়টি শুনে একেবারে অবাক হয়ে গিয়েছেন। তাঁর যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন পিসিবির বিরুদ্ধে।
আরও পড়ুন… ভিডিয়ো: হঠাৎ রেগে গেলেন কোহলি, আশ্রমের ভিতরে ভক্তের ছবি তোলা দেখে চটলেন বিরাট
তাঁকে এক সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন। যার উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলছি আমি জানিনা, বিষয়টা বুঝতেই পারছি না কী ধরনের কোচিং করানো হবে! কী পরিকল্পনা রয়েছে সেটাও একেবারেই বুঝে উঠতে পারছি না। একে জাতীয় দল, তার উপর বিদেশি কোচ, তার উপরে অনলাইন কোচিং! সবকিছু তো আমার ধ্যান ধারণার একেবারে বাইরে। কেন শুধুমাত্র বিদেশি কোচকেই নিয়োগ করাতে হবে? আনা হবে? পাকিস্তানে অনেক ভালো ভালো কোচ রয়েছেন। আমি জানি পিসিবি নিয়োগের সময়তে এটাও দেখে যে ওই ব্যক্তি এই মুহূর্তে কোনভাবে রাজনীতির সঙ্গে যুক্ত কিনা। ক্রিকেটের ক্ষেত্রে এই সব সরিয়ে রাখতে হবে। যে ব্যক্তি কঠিন সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র সেই ব্যক্তিকেই এই পদে বসানো উচিত বলে আমি মনে করি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।