বাংলা নিউজ > ময়দান > ‘সময়ই বলবে এটা কত বড় ক্ষতি হতে পারে,’ রোহিতের অনিশ্চিয়তা নিয়ে মালানের মন্তব্য

‘সময়ই বলবে এটা কত বড় ক্ষতি হতে পারে,’ রোহিতের অনিশ্চিয়তা নিয়ে মালানের মন্তব্য

রোহিত শর্মা (ছবি-রয়টার্স)

ডেভিড মালান বলেছেন, ‘যখন তুমি তোমার নেতাকে হারাও তার সঙ্গে সে যদি আপনার দলের অন্যতম সেরা ব্যাটার হয়, তাহলে সেটা খুব কঠিন হয়ে যায়।’ মালান আরও বলেন, ‘সে না খেললে এটি একটি বড় ক্ষতি হবে, তবে কেবল সময়ই বলে দেবে যে এটি কত বড় ক্ষতি হতে পারে।’

ভারত বনাম ইংল্যান্ডের পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট থেকে রোহিত শর্মাকে পাওয়া নিয়ে কোনও উত্তর দেননি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় অধিনায়কের করোনার পরীক্ষা পজিটিভ হওয়ায় ১ জুলাই থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে তাকে পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে, তৈরি হয়েছে অনিশ্চিয়তা। বিশেষজ্ঞরা বলছেন রোহিতকে ১ জুলাই-এর ম্যাচে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটি ভারতের জন্য একটি দ্বৈত ধাক্কা হতে পারে। টিম ইন্ডিয়া তাদের অধিনায়ক এবং তাদের ওপেনিং ব্যাটার উভয়কেই এক সঙ্গে হারাবে। 

সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। যদি টিম ইন্ডিয়া এজবাস্টনের টেস্ট ম্যাচ জেতে তাহলে তারা ১৫ বছর পরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতার স্বাদ পাবে। ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান সম্মত হয়েছেন যে, রোহিতের মতো একজন খেলোয়াড় না থাকাটা ভারতের জন্য একটি বড় ক্ষতি হতে পারে।

আরও পড়ুন… ওভার্টনের জায়গায় দলে এলেন অ্যান্ডারসন, প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড 

ডেভিড মালান বলেছেন, ‘যখন তুমি তোমার নেতাকে হারাও তার সঙ্গে সে যদি আপনার দলের অন্যতম সেরা ব্যাটার হয়, তাহলে সেটা খুব কঠিন হয়ে যায়।’ সেপ্টেম্বরে ওভালে চতুর্থ টেস্ট জয়ী ভারতীয় দলের সঙ্গে বর্তমানের ভারতীয় দলের অনেক পরিবর্তন হয়েছে। কেএল রাহুল এবং রোহিত যারা সেই সময়ে ওপেন করেছিলেন তাদের সম্ভবত পাওয়া যাবে না। সিনিয়র ব্যাটার অজিঙ্কা রাহানেও খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন। দলে রবীন্দ্র জাদেজার জায়গা যেমন অনিশ্চিত তেমনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে স্পিনারের জায়গার জন্য লড়ছেন তিনি।

আরও পড়ুন… ওভার্টনের জায়গায় দলে এলেন অ্যান্ডারসন, প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড

রোহিত নিয়ে বলতে গিয়ে মালান আরও বলেন, ‘সে না খেললে এটি একটি বড় ক্ষতি হবে, তবে কেবল সময়ই বলে দেবে যে এটি কত বড় ক্ষতি হতে পারে।’ রোহিত ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে সিরিজের প্রথম চারটি টেস্ট শেষ করেছিলেন এবং কেএল রাহুল তার পরেই ছিলেন। এরপরে মালান আরও বলেন, ‘তবুও, ভারতীয় দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন এবং খুব ভালো ব্যাটাররাও রয়েছেন। তারা সবাই রোহিতের অভাব পূরণ করতে পারেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হবেন না,’ মুসলিমদের সতর্ক করলেন রিজিজু নভেম্বরে ৫ দেশের দল নিয়ে শুরু গ্লোবাল সুপার লিগ! ওয়েস্ট ইন্ডিজে খেলবে KKR-CSK? ঘুরিয়ে খলিস্তানের দাবি নাকচ কানাডার, এখনও নিজ্জর খুনে পেল না ভারত যোগের প্রমাণ এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.