সেই ২০১৪ সালে যাত্রাটা শুরু হয়েছিল। দীর্ঘ যাত্রাপথে প্রচুর উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। সেই সাত বছরে যাত্রায় যা শিখেছেন, তা বাবা বিরাট কোহলির মধ্যে দেখতে পাবেন ভামিকা। এমনটাই জানালেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা।
সাত বছরে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলেছেন বিরাট। সেই সময়ের মধ্যে যেমন উত্থানের সাক্রী থেকেছেন, তেমনই পড়েছেন ব্য়র্থকার মুখে। সেই সাত বছরের দীর্ঘ যাত্রার বিষয়ে রবিবার ফেসবুক পোস্টে বিরাট-পত্নী অনুষ্কা বলেন, ‘এই সাত বছরে তুমি যা শিখেছ, তা নিজের বাবার মধ্যে দেখতে পারবে আমাদের মেয়ে।’
শনিবার ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘দলকে সঠিক দিকে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবিচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। চূূড়ান্ত সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। সবকিছুকেই কোনও না কোনও সময় থামতে হয়। আমার কাছে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব (ছাড়ার) সময় এসে গিয়েছে। দীর্ঘ যাত্রাপথে প্রচুর সাফল্য এসেছেে। ব্যর্থতারও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কখনও প্রয়াস বা আত্মবিশ্বাসের ঘাটতি হয়নি। আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে সেটা করা আমার পক্ষে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসত্ হতে পারব না।’
সঙ্গে বিরাট বলেন, 'এত দীর্ঘ সময় ধরে আমায় দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তা পূরণের ক্ষেত্রে সঙ্গী হয়েছে। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ। রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সকল সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যাঁরা লাগাতার টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার উপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।