বিগ ব্য়াশ লিগে মাইকেল নেসারের বাউন্ডারির বাইরে গিয়েও জাগলিং ক্যাচ ধরা নিয়ে বিতর্ক চলছে বিস্তর। আউট নাকি ছক্কা, তা নিয়ে চলছে জোর চর্চা। আইসিসির নিয়ম নিয়েও দ্বিধাভিভক্ত ক্রিকেটমহল। এই অবস্থায় বিতর্কে জল ঢালতে আসরে নামে ক্রিকেটের নিয়ামক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি।
প্রাথমিকভাবে নেসারের ধরা ক্যাচে জর্ডন সিল্ককে আউট ঘোষণা করেন আম্পায়ার। তবে কার্যত বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটসম্যান। শেষমেশ তাঁকে মাঠ ছাড়তে হয় যদিও। আসলে নেসার প্রথমে বাউন্ডারির ভিতর থেকে বল ধরে হাওয়ায় ভাসিয়ে দেন। পরে বাউন্ডারি লাইন টপকে গিয়ে সেখানেই লাফিয়ে দ্বিতীয়বার বল মাঠের দিকে ঠেলে দেন। শেষে তিনি নিজে পুনরায় মাঠে ঢুকে ক্যাচ ধরেন।
যেহেতু নেসার মাঠের বাইরে চলে যাওয়ার পরে ফের সেখানে লাফিয়ে বলে হাত লাগান, তাই অনেকের ধারণা ছিল যে, সেটি ছক্কা হয়ে গিয়েছে। তাই আম্পায়ার ব্যাটসম্যানকে আউট ঘোষণা করায় অবাক হয়ে যান অনেকেই।
শেষমেশ আইসিসি এবং এমসিসি নিয়ম স্পষ্ট করে দেয় এই ক্যাচের ক্ষেত্রে। আসলে বাউন্ডারির ভিতর থেকে (বাইরে পা না দিয়ে) যদি বলে প্রথমবার হাত ছোঁয়ান ফিল্ডার, তবে তিনি শূন্য থাকা অবস্থায় মাঠের বাইরেও পুনরায় বলে হাত ছোঁয়াতে পারেন এবং বাউন্ডারির ভিতরে এসে ক্যাচ সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ, প্রথমবার বল ছোঁয়ার সময় বাউন্ডারির ভিতরে থাকতে হবে। শেষবার বল ধরার সময়েও বাউন্ডারির ভিতরে থাকতে হবে ফিল্ডারকে। মাঝের সময়ে ফিল্ডার বাউন্ডারির বাইরে চলে গেলেও একই সঙ্গে বল ও মাটি না ছুঁলেই চলবে।
এক্ষেত্রে নেসার ঠিক তাই করেন। প্রথমবার বাউন্ডারির ভিতর থেকে বলে হাত ছোঁয়ান। শেষে বাউন্ডারির ভিতরে ঢুকে ক্যাচ ধরেন। মাঝে তিনি বাউন্ডারির বাইরে চলে গেলেও একই সঙ্গে বল ও মাটি ছোঁয়নি তাঁর শরীরের কোনও অংশ। বাউন্ডারির বাইরে যখন বলে হাত লাগান, তখন তিনি লাফিয়ে শূন্যে ছিলেন। তাই নেসার যথাযথ ক্যাচ ধরেছেন বলে জানায় আইসিসি।
যদিও মানকাডিংয়ের মতোই ক্রিকেটের এই নিয়ম নিয়েও শুরু হয়ে যায় বিতর্ক। অনেকের দাবি, মাঠের বাইরে চলে গেলে পুনরায় মাঠের ভিতরে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ফিল্ডারকে অবৈধ বলে বিবেচনা করা উচিত। যদিও নেসারের ক্যাচকে কুর্নিশ জানানোর লোকও নিতান্ত কম দেখা যাচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।