নিজের ইচ্ছায় টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়ার কিছু দিনের মধ্যেই বিরাট কোহলিকে ওয়ান ডে-র নেতৃত্ব থেকে সরিয়ে দেন জাতীয় নির্বাচকরা। এবার দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার পরে যদি টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও ছেঁটে ফেলা হয়, এই আশঙ্কাতেই নাকি বিরাট কোহলি আগে ভাগে নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলেন। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
বিরাটের আচমকা টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার প্রতিক্রিয়ায় সঞ্জয় মঞ্জরেকর প্রায় একই রকম মন্তব্য করেন। বিরাটের দায়িত্ব ছাড়ার সম্ভাব্য কারণ নিয়ে কথা বলতে গিয়ে গাভাসকর কার্যত সমর্থন করেন সঞ্জয়কেই। সানি স্পষ্ট জানান যে, কোহলির এমন সিদ্ধান্তে আর যেই অবাক হোন, তিনি মোটেও অবাক নন। বরং তাঁর কাছে এটা প্রত্যাশিতই ছিল।
India Today-কে গাভাসকর বলেন, ‘আমি অন্তত অবাক নই। ক্যাপ্টেন হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি যে, বিদেশে সিরিজ হারলে খুব ভালোভাবে নেয় না বোর্ড। ক্রিকেটপ্রেমী মানুষ এবং বিসিসিআই কর্তারা ভালোভাবে দেখেন না বিদেশে সিরিজ হারকে। ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলার আশঙ্কা থাকেই। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারত। কেননা এই সিরিজটা ভারত সহজেই জিতবে বলে আশা করা হয়েছিল।’
গাভাসকর আরও বলেন, ‘আগে যা হয়েছে, সেদিকে তাকালে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওকে যেহেতু ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলা হয়েছে, তাই হতে পারে এই সিরিজ হারের পর এমন কিছু ঘটতেই পারত। জিততে না পারলে যা কিছু ঘটতে পারে। ব্যক্তিগতভাবে তুমি যতই সফল হও, দলগত খেলায় ব্যর্থ হলে ক্যাপ্টেনের ঘাড়েই আগে কোপ পড়ে।’