বাংলা নিউজ > ময়দান > PAK vs AFG: লজ্জার শেষ নেই! ফের আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হল পাকিস্তান, ঐতিহাসিক সিরিজ জয় রশিদ খানদের

PAK vs AFG: লজ্জার শেষ নেই! ফের আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হল পাকিস্তান, ঐতিহাসিক সিরিজ জয় রশিদ খানদের

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেন রশিদরা। ছবি- আইসিসি।

Pakistan vs Afghanistan: আফগানদের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে।

বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিশ্রাম দেওয়া যে কতবড় ভুল হয়েছে, হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারের মুখ দেখতে হল তাদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্য়াচের টি-২০ সিরিজ হার নিশ্চিত হয়ে গেল শাদব খানদের।

এই সিরিজের আগে কোনও ফর্ম্যাটে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের কাছে হারেনি পাকিস্তান। প্রথমসারির তারকাদের বিশ্রাম দিয়ে চলতি সিরিজে পরপর ২টি টি-২০ ম্য়াচে আফগানদের কাছে নাস্তানাবুদ হতে হল পাকিস্তানকে। শারজায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে তারা ৭ উইকেটে বিধ্বস্ত হয়।

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। ধৈর্যশীল হাফ-সেঞ্চুরি করেন ইমদ ওয়াসিম। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৬৪ রান করে নট-আউট থাকেন।

এছাড়া ক্যাপ্টেন শাদব খান ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩২ রান করেন। বাকিদের মধ্যে ২ অঙ্কের রান করেন মহম্মদ হ্যারিস (৯ বলে ১৫) ও তৈয়াব তাহির (২৩ বলে ১৩)। খাতা খুলতে পারেননি সইম আয়ুব ও আব্দুল্লা শফিক। ১ রান করে মাঠ ছাড়েন আজম খান।

আরও পড়ুন:- WPL 2023: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল মুম্বই ইন্ডিয়ান্স? দেখুন কাদের হাতে উঠল কোন ব্যক্তিগত পুরস্কার

আফগানিস্তানের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ফজলহক ফারুকি। ক্যাপ্টেন রশিদ খান ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া ২৬ রানে ১টি উইকেট নিয়েছেন নবীন উল হক। করিম জানাত নিয়েছেন ১৩ রানে ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্য়াচ জিতে যায়। ৪৯ বলে ৪৪ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৪০ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। তিনি ৩টি বাউন্ডারি মারেন। ১২ বলে ২৩ রান করে নট-আউট থাকেন নাজিবউল্লাহ জাদরান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নবি। তিনি ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- WPL 2023 Purple Cap: অল্পের জন্য় বেগুনি টুপি হাতছাড়া বাংলার সাইকার, শেষ ম্য়াচে বাজিমাত ম্যাথিউজের- তালিকা

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন জামান খান ও ইসানউল্লাহ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফজলহক ফারুকি। সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মাঠে নামছে দু'দল। ইতিমধ্যেই সিরিজ হেরে বসায় আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়া অশঙ্কা চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে। উল্লেখ্য, তৃতীয় টি-২০ ম্যাচের ফল যাই হোক না কেন, তাতে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক সিরিজ জয়ের গৌবর খর্ব হবে না আফগানিস্তানের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.