বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিশ্রাম দেওয়া যে কতবড় ভুল হয়েছে, হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারের মুখ দেখতে হল তাদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্য়াচের টি-২০ সিরিজ হার নিশ্চিত হয়ে গেল শাদব খানদের।
এই সিরিজের আগে কোনও ফর্ম্যাটে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের কাছে হারেনি পাকিস্তান। প্রথমসারির তারকাদের বিশ্রাম দিয়ে চলতি সিরিজে পরপর ২টি টি-২০ ম্য়াচে আফগানদের কাছে নাস্তানাবুদ হতে হল পাকিস্তানকে। শারজায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে তারা ৭ উইকেটে বিধ্বস্ত হয়।
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। ধৈর্যশীল হাফ-সেঞ্চুরি করেন ইমদ ওয়াসিম। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৬৪ রান করে নট-আউট থাকেন।
এছাড়া ক্যাপ্টেন শাদব খান ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩২ রান করেন। বাকিদের মধ্যে ২ অঙ্কের রান করেন মহম্মদ হ্যারিস (৯ বলে ১৫) ও তৈয়াব তাহির (২৩ বলে ১৩)। খাতা খুলতে পারেননি সইম আয়ুব ও আব্দুল্লা শফিক। ১ রান করে মাঠ ছাড়েন আজম খান।
আফগানিস্তানের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ফজলহক ফারুকি। ক্যাপ্টেন রশিদ খান ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া ২৬ রানে ১টি উইকেট নিয়েছেন নবীন উল হক। করিম জানাত নিয়েছেন ১৩ রানে ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্য়াচ জিতে যায়। ৪৯ বলে ৪৪ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৪০ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। তিনি ৩টি বাউন্ডারি মারেন। ১২ বলে ২৩ রান করে নট-আউট থাকেন নাজিবউল্লাহ জাদরান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নবি। তিনি ১টি ছক্কা মারেন।
পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন জামান খান ও ইসানউল্লাহ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফজলহক ফারুকি। সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মাঠে নামছে দু'দল। ইতিমধ্যেই সিরিজ হেরে বসায় আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়া অশঙ্কা চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে। উল্লেখ্য, তৃতীয় টি-২০ ম্যাচের ফল যাই হোক না কেন, তাতে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক সিরিজ জয়ের গৌবর খর্ব হবে না আফগানিস্তানের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।