টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান দাপটের সঙ্গে পরাজিত করে বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম প্র্যাক্টিস ম্যাচে একতরফাভাবে পরাজিত হয় ইংল্যান্ডের কাছে। এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ অনুশীলন ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় এশিয়ার দুই প্রতিবেশী দেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে যেভাবে কড়া টক্কার দিয়েছে আফগানিস্তান, তাতে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয় পাকিস্তান বনাম আফগানিস্তান অনুশীলন ম্যাচটি।
মাঝপথেই ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ
বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে গেল পাকিস্তান বনাম আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তান ব্যাটিং প্র্যাক্টিসের সুযোগ পেলেও ব্যাট হাতে সড়গড় হওয়ার পর্যাপ্ত সুযোগ পেলেন না বাবর আজমরা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। রবিবার ভারতের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
ভারি বৃষ্টি গাব্বায়
গাব্বায় বৃষ্টি ভারি রূপ নেওয়ায় ম্যাচ বন্ধ রয়েছে এখনও। ম্যাচ পুনরায় শুরু হলে ওভার কেটে পাকিস্তানের নতুন লক্ষ্যমাত্রা স্থির করা হতে পারে। সেই সম্ভাবনাই প্রবল। কেননা, এই ম্যাচের পরেই গাব্বায় অনুষ্ঠিত হবে আরও একটি প্রস্তুতি ম্যাচ।
খাতা খুললেন বাবর
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আজমতউল্লাহ ওমরজাই। ওভারে মোট ১২ রান ওঠে। তবে অতিরিক্ত হিসেবে ৬ রান ওয়াইড থেকে পেয়ে যায় পাকিস্তান। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৯ রান। বাবর আজম ৬ রান করেছেন। ২.২ ওভার খেলার শেষে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ থাকে।
রান তাড়া শুরু পাকিস্তানের
পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। বোলিং শুরু করেন ফজলহক ফারুকি। প্রথম ওভারে ৭ রান ওঠে। ৭ রানই আসে অতিরিক্ত হিসেবে।
নবির হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ের রসদ আফগানিস্তানের
নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের সম্মানজনক ইনিংস গড়ে তোলে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে৩৭ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন উসমান ঘানি। শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৫৫ রান।
হ্যারিসকে জোড়া বাউন্ডারি নবির
১৯তম ওভারে হ্যারিস রউফের বলে জোড়া বাউন্ডারি মারেন মহম্মদ নবি। ওভারে মোট ১০ রান ওঠে। ১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১৪৩ রান। নবি ৪৯ ও ঘানি ২৩ রানে ব্যাট করছেন। রউফ ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন নবি
১৮তম ওভারে শাহিন আফ্রিদির বলে ১টি করে চার মারেন নবি ও ঘানি। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১৩২ রান। নবি ৩৮ ও ঘানি ২৩ রানে ব্যাট করছেন। আফ্রিদি ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ
১৭ ওভারের খেলার শেষে বৃষ্টির জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ থাকে। আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১১৯ রান। নবি ১৬ বলে ৩১ রান করেছেন। তিনি নাসিমের বলে ১টি ছক্কা হাঁকান। উসমান ১৩ বলে ১৭ রান করেছেন। নাসিম ৪ ওভারে ৩৮ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।
১০০ টপকাল আফগানিস্তান
১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। ১৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১০৭ রান। নবি ১৪ ও ঘানি ১৩ রানে ব্যাট করছেন।
আজমতকে ফেরালেন হ্যারিস
১৩.৩ ওভারে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আজমতউল্লাহ ওমরজাই। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আফগানিস্তান ৮২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উসমান ঘানি। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ৮৮ রান। নবি ১৭ ও ঘানি ৫ রানে ব্যাট করছেন। হ্যারিস ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ইব্রাহিমকে ফেরালেন শাদব
১২.৬ ওভারে শাদব খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইব্রাহিম জাদরান। ৩৪ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৪টি চার। আফগানিস্তান ৮১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই। শাদব ২ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ৫৯ রান। ইব্রাহিম ২২ ও নবি ৭ রানে ব্যাট করছেন। শেষ ১০ ওভারে ঘুরে দাঁড়াতে নবির উপর ভরসা রাখছে আফগানিস্তান। প্রথম ১০ ওভারে ২টি উইকেট নিয়েছেন শাহিন। ১টি করে উইকেট নিয়েছেন রউফ ও নওয়াজ।
নাজিবকে ফেরালেন নওয়াজ
৭.৩ ওভারে নাজিবউল্লাহ জাদরানকে ফেরালেন মহম্মদ নওয়াজ। ৬ রান করে নাসিমের হাতে ধরা পড়েন তিনি। আফগানিস্তান ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নবি। তার আগে সপ্তম ওভারে হ্যারিসের
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে ২৯ রান। ইব্রাহিম জাদরান ৮ ও নাজিবউল্লাহ জাদরান ৩ রানে ব্যাট করছেন। আফ্রিদি ২ ওভারে ৪ রান খরচ করে ২৩
রসুলিকে ফেরালেন রউফ
পঞ্চম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তিনি ওভারের তৃতীয় বলে তুলে নেন ডারউইশ রসুলির উইকেট। ৭ বলে ৩ রান করে নওয়াজের হাতে ধরা পড়েন রসুলি। আফগানিস্তান ১৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজিবউল্লাহ জাদরান।
জাজাইকে ফেরালেন আফ্রিদি
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম বলে তিনি তুলে নেন হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট। আফ্রিদির ফুলটস বলে বাউন্ডারি মারার বদলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আফগান ওপেনার। তিনি ১১ বলে ৯ রান করেন। আফগানিস্তান ১১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারউইশ রসুলি।
প্রথম বাউন্ডারি আফগানিস্তানের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। দ্বিতীয় বলে চার মারেন জাজাই। ওভারে মোট ৭ রান ওঠে। ২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ৮ রান।
প্রথম ওভারেই রহমানউল্লাহকে ফেরলেন আফ্রিদি
প্রথম ওভারের পঞ্চম বলে টো ক্রাশার ইয়র্কারে রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন শাহিন শাহ আফ্রিদি। আউট না হলেও এক্ষেত্রে মাঠ ছাড়তে হতো আফগান ওপেনারকে। কেননা, শাহিনের বলে আউট হওয়া ছাড়াও পায়ে চোট পান তিনি। সতীর্থর কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় রহমানউল্লাহকে। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। আফগানিস্তান ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইব্রাহিম জাদরান।
ম্যাচ শুরু
আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন শাহিন শাহ আফ্রিদি। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন জাজাই।
কারা মাঠে নামছেন?
অনুশীলন ম্যাচ বলেই নির্দিষ্ট এগারোজনকে মাঠে নামাতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। স্কোয়াডের যে কোনও ১১ জন ব্যাট করতে পারবেন। বল করানো যাবে স্কোয়াডের যে কোনও ক্রিকেটারকে। যদিও রিজার্ভ ক্রিকেটার বা নেট বোলারদের এই ম্যাচে মাঠে নামানো যাবে না। বিশ্বকাপের মূল স্কোয়াডের ক্রিকেটারদেরই খেলানো যাবে এই ম্যাচে।
পূর্ণ শক্তির দল নিয়ে লড়াইয়ে পাকিস্তান
প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন বাবর-রিজওয়ানরা। তবে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে ফিরলেন তাঁরা। টসের পরে বাবর জানিয়ে দেন, শাহিন আফ্রিদিকেও দেখা যাবে এই ম্যাচে। সুতরাং, পূর্ণ শক্তির দল নিয়ে লড়াইয়ে পাকিস্তান।
টস জিতল পাকিস্তান
আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টস জিতল পাকিস্তান। টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করার আন্ত্রণ জানান বাবর আজম। সুতরাং গাব্বায় রান তাড়া করবে পাকিস্তান।
মাঠে নামতে পারেন বাবররা
ইংল্যান্ডের বিরুদ্ধ প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। পাকিস্তানকে নেতৃত্ব দেন শাদব খান। তবে আফগানিস্তানে বিরুদ্ধে শেষ অনুশীলন ম্যাচে গা ঘামিয়ে নিতে পারেন বাবররা।
শেষ আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের ফলাফল
গত এশিয়া কাপে শেষবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামে আফগানিস্তান ও পাকিস্তান। কার্যত হারতে হারতে সেই ম্যাচ জেতে পাকিস্তান। শুরুতে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১২৯ রান তোলে। ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। ২টি উইকেট নেন হ্যারিস রউফ। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। শেষ ওভারে ফজলহক ফারুকির বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ জেতান নাসিম শাহ।
পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচের ফলাফল
পাকিস্তান তাদের প্রথম অনুশীলন ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে যায়। ১৯ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৬০ রান তোলে। ৩৯ রান করেন শান মাসুদ। ২টি উইকেট নেন ডেভিড উইলি। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৪.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। হ্যারি ব্রুক ৪৫ রান করেন। ২টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম।
আফগানিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচের ফলাফল
আফগানিস্তান তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬২ রানে পরাজিত করে। শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে। ইব্রাহিম জাদরান ৪৬ ও মহম্মদ নবি ৪১ রান করেন। ৩টি উইকেট নেন তাস্কিন। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রান তোলে। ২৯ রান করেন মোসাদ্দের হোসেন। ৩টি উইকেট নেন ফজলহক ফারুকি।