বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: আফ্রিদির ফুলটস বলে LBW ফিঞ্চ, অজি অধিনায়কের ফর্ম দুশ্চিন্তায় রাখবে KKR-কে, ভিডিয়ো

PAK vs AUS: আফ্রিদির ফুলটস বলে LBW ফিঞ্চ, অজি অধিনায়কের ফর্ম দুশ্চিন্তায় রাখবে KKR-কে, ভিডিয়ো

ফিঞ্চকে আউট করে আফ্রিদির উচ্ছ্বাস। ছবি- এপি (AP)

বাউন্ডারি মারার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ।

অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসেবে এবছর অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে কেকেআর। আইপিএল ২০২২ শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা নাইট রাইডার্স তাদের একজোড়া ম্যাচও খেলে ফেলেছে। একটি ম্যাচ জিতলেও নাইটদের হারতে হয়েছে পরের ম্যাচেই। এই অবস্থায় টিম কম্বিনেশনে বিকল্প আমদানির দিকে নজর থাকলেও কেকেআরকে দুশ্চিন্তায় রাখবে অজি দলনায়কের ফর্ম।

অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যস্ত রয়েছেন বলে ফিঞ্চ এখনও নাইট শিবিরে যোগ দেননি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে তাঁর আইপিএল প্রস্তুতি মোটেও আহামরি দেখাচ্ছে না। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ফিঞ্চ আউট হয়েছিলেন ২৩ রান করে। দ্বিতীয় ম্যাচে খাতা খুলতেই পারলেন না তিনি।

বিশেষ করে শাহিন আফ্রিদির যে বলটিতে ফিঞ্চ আউট হন, তা দেখে অজি তারকার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে প্রথমবার স্ট্রাইকে আসেন ফিঞ্চ। আফ্রিদির ফুলটস বলে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন তিনি। স্টাম্পের সামনে বল গিয়ে লাগে তাঁর প্যাডে। আম্পায়ার আঙুল তুলে আফ্রিদির আবেদনে সাড়া দিতে সময় নষ্ট করেননি। নিজের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় অ্যারন ফিঞ্চকে। বাউন্ডারি মারার বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন