নিজেদের খোঁড়া গাড্ডায় পড়ে হাঁসফাঁস করছে পাকিস্তান। যদিও ঘরের মাঠে ফলো-অনের লজ্জা থেকে বাবর আজমদের মুক্তি দিয়েছে অস্ট্রেলিয়া। নাহলে করাচি টেস্টে রীতিমতো ল্যাজেগোবরে অবস্থা পাক ব্যাটসম্যানদের।
অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ৪০৮ রানের বিশাল লিড নিয়েও পাকিস্তানকে ফলো-অন করতে বাধ্য করেনি অস্ট্রেলিয়া। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছিল। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অযথা সময় নষ্ট করতে রাজি হননি প্যাট কামিন্সরা।
চতুর্থ দিনে সক্কাল সক্কাল অস্ট্রেলিয়া ব্যাট ছেড়ে দেয়। ২ উইকেটে ৯৭ রানের মাথায় অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৫০৬ রানের। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৭, মার্নাস ল্যাবুশান ৪৪ ও উসমান খোয়াজা অপরাজিত ৪৪ রান করেন। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও হাসান আলি।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন ন্যাথন লিয়ঁ। তিনি নির্ভরযোগ্য পাক ওপেনার ইমাম-উল-হককে আউট করেন। ১ রান করে সাজঘরে ফেরেন প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ইমাম। চতুর্থ দিনের লাঞ্চে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৮ রান তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।