বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট, সফরের আগে উত্তেজনায় ফুটছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স

PAK vs AUS: নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট, সফরের আগে উত্তেজনায় ফুটছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স

পাকিস্তানে রওনা দেওয়ার আগে অনুশীলনে অজি অধিনায়ক কামিন্স। ছবি- এএফপি। (AFP)

৪ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।

১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৪ বছর পর অজিদের প্রথম সফর নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামবেন প্যাট কামিন্সরা। সফর নিয়ে উত্তেজিত অজি অধিনায়ক কিন্তু দলের নিরাপত্তাজনিত ব্য়বস্থা নিয়ে বেশ সন্তুষ্ট।

সফর সম্পর্কে কামিন্স জানান, ‘আমদের তরফে যারা বিমানে চাপবেন, তারা সকলেই (নিরাপত্তা নিয়ে) সন্তুষ্ট। নিরাপত্তা বিভাগ অনেক খাটা খাটনি করে আমাদের সুরক্ষার বিষয়টা একেবারে সুনিশ্চিত করেছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জৈব বলয়েরও দারুণ ব্যবস্থা করা হয়েছে। সুতরাং, আমরা নিশ্চিন্ত এবং ওখানে পৌঁছে শুধুমাত্র খেলার ওপরেই নিজেদের সমস্ত ফোকাসটা দিতে পারব।’

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পর করাচি ও লাহোরে বাকি দুই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তিনটি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টির সবকটিই রাওয়ালপিন্ডিতে খেলা হবে। এই সপ্তাহেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে অস্ট্রেলিয়া। তবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই নিজেদের মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু সপ্তাহখানেকও সময় পাচ্ছে না অজি দল। তবে তা নিয়ে খুব বেশি চিন্তত নন কামিন্স। বরং সফরের জন্য রীতিমতো ফুটছেন তিনি।

‘সত্যি বলতে এই সফরটা একটা বিশেষ সফর হতে চলেছে। আমরা ওখানে প্রথমবার নতুন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হব। আমরা সকলেই এই নিয়ে ভীষণ উত্তেজিত এবং সকলেই মাঠে নামতে মুখিয়ে রয়েছে।’ দাবি কামিন্সের। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাথায় আঘাত পেয়ে কনকাশড হওয়া স্টিভ স্মিথ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান কামিন্স। এই সফরে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে পাকিস্তানজাত উসমান খোয়াজা ওপেন করতে চলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায়

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.