বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: অনেক পিছনে বিরাট, দ্বিতীয় দ্রুততম হিসাবে ওয়ান ডেতে চার হাজার রানের মালিক বাবর

PAK vs AUS: অনেক পিছনে বিরাট, দ্বিতীয় দ্রুততম হিসাবে ওয়ান ডেতে চার হাজার রানের মালিক বাবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ব্যাটিংরত বাবর আজম। ছবি- এএফপি। (AFP)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বাবর এই মাইলস্টোন স্পর্শ করেন।

লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান। টেস্টে দুই দেশের মধ্যে কড়া টক্করের পর ওয়ান ডেতেও সেই ধারা অব্য়াহত থাকবেই বলে সবাই আশা করছেন। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই অর্ধশতরানের এক সুন্দর ইনিংস খেললেন বাবর আজম। টপকে গেলেন চার হাজার রানের গণ্ডি।

ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া সাত উইকেটের বিনিময়ে ৩১৩ রান করে। জবাবে পাকিস্তানের হয়ে তিন ব্যাট করতে নেমে ৭২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবর। ইমাম উল হকের সঙ্গে ৯৬ রানের ভাল পার্টনারশিপও গড়েন তিনি। এই প্রক্রিয়ার মধ্যেই চার হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করেন বাবর। মাত্র ৮২ ইনিংস খেলে চার হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র হাসিম আমলা (৮১ ইনিংস) বাদে, এত দ্রুত আর কোনও ক্রিকেটার এই মাইলস্টোনে পৌঁছননি।

বাবর নিজের এই কৃতিত্বে ভিভ রিচার্ডস, জো রুট, বিরাট কোহলিদের টপকে গেলেন। কোহলি ৯৩ ইনিংসে চার হাজার রান করেন। রুট সেই মাইলস্টোনে পৌঁছন ৯১ ইনিংসে। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন ভিভ। তিনি ৮৮ ইনিংসে এই কৃতিত্ব গড়েছিলেন। তবে তাঁরা সবাই বাবরের পিছনে। এই পরিসংখ্যানই ব্যাটার হিসাবে বাবরের দক্ষতার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন