বৃহস্পতিবার (৩১ মার্চ) লাহোরে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে পাকিস্তান। তাও আবার ৩৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে অজিদের হারায় তারা। এর সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাদের সর্বোচ্চ রান সফল ভাবে তাড়া করে জয়ের রেকর্ড গড়ে বাবর আজমের দল। পাশাপাশি সিরিজে পাকিস্তান ১-১ সমতা ফেরায়। অধিনায়ক বাবর আজম (৮৩ বলে ১১৪) এবং ওপেনার ইমাম উল হকের (৯৭ বলে ১০৬) শতরানের সৌজন্যেই এত বড় রান তাড়া করে ম্যাচ জিততে পারে পাক ব্রিগেড।
বাবর এই সেঞ্চুরির হাত ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওয়ানডে-তে সর্বোচ্চ রানের নজির গড়েন। ভেঙে দেন ৩২ বছরের পুরনো পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রেকর্ড। ১৯৯০ সালে ব্রিসবেনে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রান করেছিলেন ইমরান। এটাই এত দিন অজিদের বিরুদ্ধে ওডিআই-এ পাকিস্তানের কোনও অধিনায়কের করা সর্বোচ্চ রান ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর।
শুধু তাই নয়, পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৪টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন বাবর। এত দিন এই রেকর্ড ছিল আজহার আলির দখলে। তিনি পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৩টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। ইনজামাম ও আফ্রিদি ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে করেছেন ২টি করে শতরান।
বৃহস্পতিবার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।