বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: ৪০০-র বেশি বল খেলে আথারটন, গাভাসকরদের নজির স্পর্শ করলেন পাক অধিনায়ক

PAK vs AUS: ৪০০-র বেশি বল খেলে আথারটন, গাভাসকরদের নজির স্পর্শ করলেন পাক অধিনায়ক

দুরন্ত ছন্দে ১৯৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের হার বাঁচান বাবর আজম।

টেস্টের চতুর্থ ইনিংসে ৪০০ বা তার বেশি বল খেলার নজির এর আগে আরও তিন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর, মাইকেল আথারটন, হারবার্ট সাটক্লিফদের রয়েছে।

একেবারে হার না মানা লড়াই যাকে বলে। দাঁতে দাঁত কামড়ে মাটি আঁকড়ে লড়াই করে গিয়েছেন বাবর আজম। ৪২৫ বলে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। যার জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারের হাত থেকে বাঁচে পাকিস্তান। চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি বল খেলে নয়া নজিরও গড়েন তিনি। স্পর্শ করলেন সুনীল গাভাসকর, মাইকেল আথারটন, হারবার্ট সাটক্লিফদের অনন্য নজির।

টেস্টের চতুর্থ ইনিংসে ৪০০ বা তার বেশি বল খেলার নজির এর আগে আরও তিন কিংবদন্তি ক্রিকেটারের রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন আথারটন। তিনি চত ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯২টি বল খেলেছিলেন। দুইয়ে রয়েছেন সাটক্লিফ (৪৬২) এবং গাভাসকর (৪৪৩) রয়েছেন তিনে। আর ৪২৫ বল খেলে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বাবর। নিঃসন্দেহে আথারটন, সাটক্লিফ, গাভাসকরদের অভিজাত ক্লাবে যোগ দেওয়াটা পাক অধিনায়কের জন্য বড় কৃতিত্বের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে পাকিস্তান অল-আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ৪০৮ রানের বিশাল লিড নিয়েও পাকিস্তানকে ফলো-অন করতে বাধ্য করেনি অস্ট্রেলিয়া। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছিল। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অযথা সময় নষ্ট করতে রাজি হননি প্যাট কামিন্সরা।

চতুর্থ দিনে সক্কাল সক্কাল অস্ট্রেলিয়া ব্যাট ছেড়ে দেয়। ২ উইকেটে ৯৭ রানের মাথায় অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৫০৬ রানের। এত বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলের ২ রানের মাথায় আউট হন ইমাম উল হক। তিনি মাত্র ১ রান করেছিলেন। আজহার আলি দলের ২১ রানের মাথায় আউট হন। তিনি করেন ৬।

এর পর বাবর আজম এবং আবদুল্লাহ শফিক। শফিক ৯৬ করে আউট হওয়ার পরেই ফাওয়াত আলমও মাত্র ৯ রান করে আউট হয়ে যায়। তার পর মহম্মদ রিজওয়ান নামলে, বাবরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। বাবরের ১৯৬ ছাড়াও রিজওয়ান করেন অপরাজিত ১০৪ রান। অস্ট্রেলিয়া অল আউট করতে পারেনি পাকিস্তানকে। পঞ্চম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ করে পাকিস্তান। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়ে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.