অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেন বাবর আজম। তিন ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৫৭, ১১৪ ও অপরাজিত ১০৫। সুতরাং, তিন ম্যাচে মোট ২৭৬ রান সংগ্রহ করেন পাক অধিনায়ক। স্বাভাবিকভাবেই ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটারে পুরস্কার জেতেন বাবর।
প্লেয়ার অফ দ্য সিরিজের স্মারক ছাড়াও বাবর পুরস্কার পান একটি BAIC BJ40 Plus জীপ গাড়ি। পাকিস্তানের মুদ্রায় গাড়িটির দাম আনুমানিক ৮৫ লক্ষ রুপি। সুতরাং, ভারতীয় মুদ্রায় সাম্প্রতিক মডেলের গাড়িটির দাম দাঁড়ায় প্রায় ৩৫ লক্ষ টাকা। অবশ্য ভারতের বাজারে গাড়িটি ৩০ লক্ষ টাকার আশেপাশে বিক্রি হয়।
লাল রংয়ের গাড়িটি ইতিমধ্যেই বাবর আজমের লাহোরের বাড়িতে পৌঁছে গিয়েছে বলে পাক সংবাদমাধ্যমের খবর। বাবরের ভাই সফির আজম ইনস্টগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পেস্ট করেন, যেখানে তাঁদের বাড়িতে গাড়িটিকে নামাতে দেখা যাচ্ছে। পরে সোশ্যাল মিডিয়ায় এরকম আরও কয়েকটি ভিডিয়ো চোখে পড়ে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্যই বাবর আজম আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখেন। সেই সঙ্গে প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্যও মনোনীত হন তিনি।