২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনার অন্ত ছিল না। বাবরদের বিরুদ্ধে কামিন্সদের সেয়ানে সেয়ানে লড়াই দেখতেই তো সকলে মুখিয়ে ছিলেন। তবে দর্শকদের বেশিরভাগই চূড়ান্ত হতাশ হন।
একটি নির্বিষ পিচে পাঁচ দিনের ম্যাড়মেড়ে এক ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। পিচের ব্যাটাররা রানের ফোয়ারা ছোটালেও, বোলারদের জন্যই কিছুই ছিল না। টসে জিতে প্রথম ইনিংসে চার উইকেটের বিনিময়ে ৪৭৬ রান করে পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়াও ৪৫৯ রান তোলে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তো বিনা উইকেটেই ২৫২ রান তুলে ফেলে। অজিরা আর ব্যাট করার সুযোগ পাননি। ম্যাচ শেষ হয় অত্যন্ত বোরিং এক ড্রয়ে। এরপরেই প্রাক্তন খেলোয়াড় থেকে সমর্থক, অনেকেই নিম্নমানের পিচের দিকে আঙুল তোলে। এমন নির্বিষ পিচ তৈরি করে আইসিসির কোপের মুখেও পড়ার সম্ভাবনা ছিলই। আর তাই হল।
পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে রাওয়ালপিন্ডির পিচকে ‘বিলো অ্যাভারেজ’ বা নিম্নমানের আখ্যা দেন এবং এর ভিত্তিতেই আইসিসির শাস্তি ধার্য করে। আপাতত এক ‘ডিমেরিট পয়েন্ট’ দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডি পিচকে। কোনও কারণবশত যদি পরবর্তী পাঁচ বছরের মধ্যে রাওয়ালপিন্ডি মোট পাঁচ ‘ডিমেরিট পয়েন্ট’ পায়, তাই এই মাঠে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হবে। ১২ মার্চ থেকে শুরু দ্বিতীয় টেস্টে এর থেকে ভাল পিচ পাওয়া যায় কিনা, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।