বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ODI সেঞ্চুরির তালিকায় ইউসুফকে টপকালেন বাবর, সামনে শুধু আনোয়ার

PAK vs AUS: পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ODI সেঞ্চুরির তালিকায় ইউসুফকে টপকালেন বাবর, সামনে শুধু আনোয়ার

বাবর আজম। ছবি- এপি (AP)

যে রকম ছন্দে রয়েছেন, তাতে আনোয়ারের রেকর্ড কতদিন অক্ষত থাকবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি দ্বি-পাক্ষিক সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন পাক দলনায়ক। টেস্ট সিরিজে ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক ছিলেন বাবর। এবার ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেন তিনি।

লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে শতরান করার পথে মহম্মদ ইউসুফের অনবদ্য নজির টপকে যান বাবর। এই ম্যাচে ১২টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন তিনি। পাক দলনায়কের এটি কেরিয়ারের ১৬ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি।

পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় ইউসুফকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন বাবর। সামনে রয়েছেন শুধু আনোয়ার। যে রকম ছন্দে রয়েছেন, তাতে আনোয়ারের রেকর্ড কতদিন অক্ষত থাকবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

বাবর মাত্র ৮৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৬টি ওয়ান ডে সেঞ্চুরি করেন। ইউসুফ পাকিস্তানের হয়ে ২৬৭টি ইনিংসে ১৫টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। তিনি নেমে গেলেন তালিকার তৃতীয় স্থানে। পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে আনোয়ারের নামে। তিনি ২৪৪টি ইনিংসে ২০টি শতরান করেছেন।

তালিকার চার নম্বরে রয়েছেন মহম্মদ হাফিজ। তিনি পাকিস্তানের হয়ে ২১৬টি ইনিংসে ১১টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন।

বন্ধ করুন