পাকিস্তানের বিরুদ্ধে লাহোর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। সেই পথেই তিনি সাঙ্গাকারাদের টপকে অনবদ্য টেস্ট রেকর্ড গড়েন।
1/5পাকিস্তানের বিরুদ্ধে লাহোর টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রান করার পথে স্টিভ স্মিথ দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন। কেরিয়ারের প্রথম ১৫০টি ইনিংসের পরে টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানে পরিণত হন অজি তারকা। তিনি পিছনে ফেলে দেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। এতদিন কেরিয়ারের এই পর্যায়ে (১৫০টি ইনিংসের পরে) সব থেকে বেশি টেস্ট রান করার রেকর্ড ছিল সাঙ্গার নামেই। যদিও এই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও রেকর্ডের দখল নিতেন স্মিথই। আপাতত ৮৫টি টেস্টের ১৫০টি ইনিংসে স্মিথের সংগ্রহে রয়েছে ৭৯৯৩ রান।
2/5কুমার সাঙ্গাকারা আপাতত তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলেন। প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কেরিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে ৭৯১৩ রান সংগ্রহ করেছিলেন। সাঙ্গাকারা শেষমেশ ১৩৪টি টেস্টের ২৩৩টি ইনিংসে ১২৪০০ রান সংগ্রহ করেছেন।
3/5কেরিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সংগ্রহে ছিল ৭৮৬৯ রান। এই নিরিখে তিনি তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। সচিন শেষ পর্যন্ত ২০০টি টেস্টের ৩২৯টি ইনিংসে রেকর্ড ১৫৯২১ রান সংগ্রহ করেন।
4/5বীরেন্দ্র সেহওয়াগ কেরিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে ৭৬৯৪ রান সংগ্রহ করেছিলেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি। শেষমেশ বীরু ১০৪টি টেস্টের ১৮০টি ইনিংসে ৮৫৮৬ রান সংগ্রহ করেন।
5/5টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় কেরিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে ৭৬৮০ রান সংগ্রহ করেছিলেন। তিনি নেমে গেলেন তালিকার পাঁচ নম্বরে। দ্রাবিড় কেরিয়ার শেষ করেন ১৬৪টি টেস্টের ২৮৬টি ইনিংসে ১৩২৮৮ রান সংগ্রহ করে।