রাওয়ালপিন্ডির নির্বিষ পিচে, পাকিস্তানের মাটিতে পাকিস্তান অস্ট্রেলিয়ার প্রথম ম্য়াচ ড্রয়ে শেষ হয়েছে। পাঁচ দিনের লড়াইয়ে দুই দলের বোলাররাই পিচ থেকে কার্যত কিছুই মদত পাননি। তার ফলাফল ম্যাচের ড্র হওয়াই বলে দিচ্ছে। এই ম্যাচেই এক লজ্জার রেকর্ড গড়ে ফেলেন ন্যাথন লিয়ঁ।
রাওয়ালপিন্ডির পাটা পিচে ৭৮ ওভার বল করে লিয়ঁ ২৩৬ রানের বিনিময়ে একটিমাত্র উইকেট পান। এই ম্যাচেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভারে ইমাম উল হক লং অনের উপর দিয়ে লিয়ঁকে একটি দারুণ ছক্কা হাঁকান। ঘটনাক্রমে, এটি টেস্টে লিয়ঁর বিরুদ্ধে মারা ২৫০তম ছক্কা। টেস্ট ইতিহাসে আর কোনো বোলার এত ছক্কা খাননি। লিয়ঁক অনেক পরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরথ। তবে তাঁর বিরুদ্ধে ১৯৪টা ছক্কা হাঁকিয়েছে ব্যাটাররা, যা লিয়ঁর থেকে অনেকটাই কম।
রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনে মোট ১১৮৭ রান তোলে দুই দল। তবে উইকেট পড়েছিল মাত্র ১৪টি। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও পাক ওপেনার ইমাম উল হক শতরান করেন। আজহার আলিও প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে উসমান খোয়াজা ৯৭ রান করেন। ১২ মার্চ থেকে এই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।