বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: ব্যাটের বদলে বল হাতে কামাল, ক্যারিকে ৯৩ রানে আউট করে উচ্ছ্বাসে ভাসলেন বাবর-ভিডিয়ো

PAK vs AUS: ব্যাটের বদলে বল হাতে কামাল, ক্যারিকে ৯৩ রানে আউট করে উচ্ছ্বাসে ভাসলেন বাবর-ভিডিয়ো

ক্যারির উইকেট নিয়ে উচ্ছ্বসিত বাবরের সতীর্থদের সঙ্গে সেলিব্রেশন। ছবি- এপি। (AP)

বাবরের টেস্ট কেরিয়ারের এটি দ্বিতীয় উইকেট।

শুভব্রত মুখার্জি

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যে কয়েকজন টপ ব্যাটার রয়েছেন, তাদের অন্যতম পাকিস্তান সিনিয়র দলের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দেশকে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলেই সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন বাবর। বিশ্ব ক্রিকেটের ২২ গজে অফটাইম বোলিং করলেও সেইভাবে সাফল্যের মুখ দেখতে পাননি বাবর। তবে চলতি করাচি টেস্টেই ঘটে গেল বিরলতম ঘটনা। বোলার বাবরের বলে আউট হয়ে শতরানের দোরগোড়ায় থেকে ফিরলেন অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।

প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে নির্বিষ ড্রয়ের পরে দ্বিতীয় টেস্টে করাচিতেও ম্যাচের অবস্থা মোটামুটি একরকম। একেবারে পাটা পিচ থেকে দ্বিতীয় দিনের শেষেই যেন ড্রয়ের পূর্বাভাস দিচ্ছে। দ্বিতীয় দিন শেষে অজিদের স্কোর ৮ উইকেটের বিনিময়ে ৫০৫ রান। উসমান খোয়াজা ১৬০ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পরে অস্ট্রেলিয়ান সাজঘর প্রস্তুত হচ্ছিল অ্যালেক্স ক্যারির শতরানের সেলিব্রেশনের জন্য। হঠাৎ করেই ছন্দপতন। ৯৩ রানে বাবর আজমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় ক্যারিকে।টেস্টে বোলিং করে পাওয়া 'বিরল' উইকেট নিয়ে কার্যত উচ্ছ্বাসে ভাসলেন বাবর আজম।

ফলে বাবর আজম, ক্যারিকে তার ক্যারিয়ারের প্রথম শতরান থেকে বঞ্চিত করেন। পাক অধিনায়কের বিরুদ্ধে সুইপ মারতে যান ক্যারি। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ছিটকে দেয়। ক্যারির উইকেট নিয়ে আনন্দে মাতোয়ারা হন বাবর। উল্লেখ্য, টেস্টে এটি বাবর আজমের দ্বিতীয় উইকেট। গত বছরের ডিসেম্বর মাসে, পাকিস্তানের শেষ টেস্ট সিরিজেই মিরপুর টেস্টে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজকে আউট করে বাবর তাঁর কেরিয়ারের প্রথম উইকেট পেয়েছিলেন।

বন্ধ করুন