সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফুলটস বলে এলবিডব্লিউ-র ফাঁদে জড়িয়েছিলেন শাহিন আফ্রিদি। এবার সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের ফুলটস বলে উইকেট পেলেন শাহিন। এবার আর এলবিডব্লিউ নয়, বরং ফুলটস বলে সরাসরি বোল্ড করেন অজি ওপেনার ট্রেভিস হেডকে।
লাহোরে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই শাহিন তুলে নেন ট্রেভিস হেডের উইকেট। জড়তা কাটার আগেই আফ্রিদির লো-ফুলটস বলে ব্যাট ছোঁয়াতে পারেননি হেড। ফলে বল গিয়ে লাগে অফ-স্টাম্পের গোড়ায়। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ট্রেভিস।
অজি ইনিংসে পাক বোলারদের প্রাথমিক ধাক্কার অবশ্য এটাই শেষ নয়। দ্বিতীয় ওভারে হ্যারিস রউফের তৃতীয় বলে আউট হয়ে বসেন অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট চালিয়ে সোজা বলের লাইন মিস করেন ফিঞ্চ। বল গিয়ে তাঁর প্যাডে লাগে। আম্পায়ার আঙুল তুলতে বিশেষ সময় নষ্ট করেননি।
ফিঞ্চ ৩ বলে খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়া কোনও রান করার আগেই ২ উইকেট হারিয়ে বসে। ফিঞ্চ এই নিয়ে পরপর দু'টি ম্যাচে শূন্য রানে আউট হন। সিরিজের প্রথম ম্যাচে তিনি ২৩ রান করেছিলেন। সুতরাং তিন ম্যাচের সিরিজে আইপিএলের জন্য কেকেআরে যোগ দেওয়া অজি তারকার সংগ্রহ সাকুল্যে ২৩।
পাকিস্তান শেষমেশ অস্ট্রেলিয়াকে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ২১০ রানে অল-আউট করে দেয়। অ্যালেক্স ক্যারি ৫৬, সিয়ান অ্যাবট ৪৯ ও বেন ম্যাকডারমট ৩৬ রান করেন। আফ্রিদি ২টি এবং হ্যারিস ও মহম্মদ ওয়াসিম ৩টি করে উইকেট নেন।