বাংলা নিউজ > ময়দান > PAK vs BAN: কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর, প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে নজির

PAK vs BAN: কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর, প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে নজির

বিরাট কোহলিকে টপকে নজির গড়লেন বাবর আজম।

এর আগে দ্রুততম ১০,০০০ আন্তর্জাতিক রানের ক্ষেত্রে বিরাট কোহলিকে পেছনে ফেলেছিলেন বাবর আজম। এ বার ১১ হাজার রানের ক্ষেত্রে বাবর আজম ২৫১ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। যেখানে বিরাট কোহলি ২৬১ ইনিংসে ১১,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।

বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ৪০ বলে ৫৫ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। এই ইনিংসের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের গণ্ডি টপকে গেলেন বাবর আজম। সবচেয়ে কম ইনিংস খেলে ১১,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করার নিরিখে এশিয়ান ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। এশিয়ান ব্যাটারদের মধ্যে তিনিই দ্রুততম ১১,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করলেন।

এই ম্যাচের আগে বাবরের অ্যাকাউন্টে মোট রান ছিল ১০,৯৪৭। বাবর ৩১২২ টেস্ট রান এবং ৪৬৬৪ আন্তর্জাতিক ওডিআই রান করেছেন, যেখানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে তাঁর অ্যাকাউন্টে ৩২১৬ রান রয়েছে।

আরও পড়ুন: হার পাকিস্তানের কাছে, 'বাংলা ওয়াশ' সিরিজে একটিও ম্যাচ না জিতে বিদায় টাইগারদের

এর আগে দ্রুততম ১০,০০০ আন্তর্জাতিক রানের ক্ষেত্রে বিরাট কোহলিকে পেছনে ফেলেছিলেন বাবর আজম। এ বার ১১ হাজার রানের ক্ষেত্রে বাবর আজম ২৫১ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। যেখানে বিরাট কোহলি ২৬১ ইনিংসে ১১,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।

এ দিন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশ যে এ দিন লড়াই করেনি, তা নয়। ব্যাট হাতে লড়াই করেছিলেন শাকিব আল হাসান এবং লিটন দাস। কিন্তু তাদের সব লড়াই ব্যর্থ করে দিয়ে ফের জ্বলে উঠল বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি। সঙ্গে মহম্মদ নওয়াজের ঝড়। যার নিটফল ১৭৪ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে ফেলল পাক ব্রিগেড। এই নিয়ে পাকিস্তান ৪ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ছিনিয়ে নিল। আর বাংলাদেশ ৪টি ম্যাচই হেরে বসে থাকল। পাকিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরকে এক বার করে হারিয়েছে।

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করে একই সঙ্গে কোহলি-রোহিত-ওয়ার্নারকে ছুঁলেন বাবর

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ করে বাংলাদেশ। তাদের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (১৫ বলে ১২ রান) এবং সৌম্য সরকার (৪ বলে ৪ রান) ব্যর্থ হলেও হাল ধরেছিলেন লিটন। তাঁকে যোগ্য সঙ্গত করেন শাকিব। লিটনের সংগ্রহ ৪২ বলে ৬৯ রান। আর শাকিব করেন ৪২ বলে ৬৮ রান। এই দুই তারকা ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। নাজমুলের রান তৃতীয় সর্বোচ্চ ১২। এর থেকেই প্রমাণিত বাংলাদেশের বাকিদের ব্যাটারদের দৈন্যদশা।

পাকিস্তানের নাসিম শাহ এবং মহম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ।

রান তাড়া করতে নামলে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটিই ১০০ পার করিয়ে দেয় পাকিস্তানকে। ৪০ বলে ৫৫ করেন বাবর। ৫৬ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রিজওয়ান। এর পর বাকি কাজটা করেন মহম্মদ নওয়াজ। তিনি ২০ বলে ৪৫ করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৭৭ রান। ২০তম ওভারে পঞ্চম বলে চার মেরে জয় ছিনিয়ে নেন নওয়াজই।

বাংলাদেশের হাসান মাহমুদ ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন সৌম্য সরকার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি কর্মবিরতি তুলতে পারেন জুনিয়র ডাক্তাররা! কবে কাজে ফিরবেন? অবস্থান উঠবে আগেই? ‘দেখে তো মনে হচ্ছে অপুষ্টি শিকার…’, ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরত অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে? 2011 WCup-'শতরানের পর কিভাবে সেলিব্রেট করব ভাবছিলাম'!এখনও আক্ষেপ যাচ্ছে না গৌতির ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে… ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.