বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: গোটা দলের বোঝা একা বইছেন রিজওয়ান, ফের পাকিস্তানকে জেতালেন তারকা ওপেনার

PAK vs ENG: গোটা দলের বোঝা একা বইছেন রিজওয়ান, ফের পাকিস্তানকে জেতালেন তারকা ওপেনার

ফের হাফ-সেঞ্চুরি রিজওয়ানের। ছবি- এএফপি (AFP)

Pakistan vs England 5th T20: রুদ্ধশ্বাস জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেন বাবর আজমরা।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গত কয়েক বছরে সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যানদের তালিকা তৈরি করলে নিশ্চিতভাবেই মহম্মদ রিজওয়ানের নাম থাকবে সবার উপরে। ব্যাট হাতে তারকা ওপেনারের ধারাবিহকতার সুফল পাচ্ছে পাকিস্তান। তবে প্রশ্ন থেকেই যায় যে, আর কতদিন রিজওয়ানের সাফল্যের আড়ালে নিজেদের ব্যর্থতাকে লুকিয়ে রাখবেন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা?

এশিয়া কাপে আগাগোড়া দলকে ব্যাট হাতে নির্ভরতা দিয়েছেন রিজওয়ান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে কার্যত একার কাঁধে দলের বোঝা বয়ে বেড়াচ্ছেন তিনি। সিরিজের ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে এই নিয়ে চার নম্বর হাফ-সেঞ্চুরি করলেন রিজওয়ান। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই বুধবার লাহোরে লড়াই করার রসদ পায় পাকিস্তান। শেষমেশ কম রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। সেই সঙ্গে ৩-২ ব্যবধানে সিরিজে এগিয়ে যান বাবর আজমরা।

সিরিজের পঞ্চম ম্যাচের গতিপ্রকৃতি:
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ১৯ ওভারে ১৪৫ রানে অল-আউট হয়ে যায়। মহম্মদ রিজওয়ান ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৩ রান করে আউট হন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

আরও পড়ুন:- IND vs SA: রাহুল-সূর্যকুমারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

বাবর আজম ৯, শান মাসুদ ৭, হায়দার আলি ৭, ইফতিকার আহমেদ ১৫, আসিফ আলি ৫, মহম্মদ নওয়াজ ০, শাদব খান ৭, আমের জামাল ১০, মহম্মদ ওয়াসিম ৬ ও হ্যারিস রউফ ৮ রান করেন। মার্ক উড ৩টি এবং স্যাম কারান ও ডেভিড উইলি ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পকেটে পোরেন ক্রিস ওকস।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে আটকে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই কোনও দলের সব থেকে কম রানের ইনিংস গড়ে (প্রথম ব্যাট করে) ম্যাচ জয়ের রেকর্ড।

আরও পড়ুন:- IND vs SA 1st T20: মাত্র ১৫ বলে ৫ উইকেট, বল হাতে বেনজির তাণ্ডব অর্শদীপ-চাহারের, ভিডিয়ো

মইন আলি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জেতানোর চেষ্টা করেন। তবে যথেষ্ট ছিল না তাঁর একক প্রচেষ্টা। মইন ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। এছাড়া ডেভিড মালান ৩৬, বেন ডাকেট ১০, স্যাম কারান ১৭ ও ক্রিস ওকস ১০ রান করেন। হ্যারিস রউফ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম, শাদব খান, ইফতিকার আহমেদ ও আমের জামাল। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রিজওয়ান।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে রিজওয়ানের পারফর্ম্যান্স:
১. প্রথম ম্যাচে ৬৮ রান করে আউট হন।
২. দ্বিতীয় ম্যাচে ৮৮ রান করে অপরাজিত থাকেন।
৩. তৃতীয় ম্যাচে ৮ রান করে সাজঘরে ফেরেন।
৪. চতুর্থ ম্যাচে ৮৮ রান করে মাঠ ছাড়েন।
৫. পঞ্চম ম্যাচে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.