নিজের দেশের ক্রিকেটারের হাতেই আক্রান্ত পাক আম্পায়ার আলিম দার! তাও আবার পাকিস্তান ক্রিকেটের খাস তালুক লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। নিছক রসিকতার ছলে এমন কথা বললে, খুব একটা ভুল বলা হবে না। আসলে শুক্রবার পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের ষষ্ঠ টি-২০ ম্যাচে বিব্রত করার মতো এক ঘটনার সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব।
ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন আলিম দার ও রশিদ রিয়াজ। পাকিস্তানের ইনিংসের পাওয়ার প্লে-তেই ঘটে অস্বস্তিকর এক ঘটনা, যা প্রথম দর্শনেই হাসির খোরাক হিসেবে বিবেচিত হতে পারে ক্রিকেটপ্রেমীদের কাছে।
ম্যাচের ৫.৫ ওভারে রিচার্ড গ্লিসনের শর্ট বলে সজোরে পুল শট খেলেন পাক ব্যাটসম্যান হায়দার আলি। বল সরাসরি উড়ে যায় স্কোয়াল-লেগ আম্পায়ার আলিম দারের দিকে। অভিজ্ঞ আম্পায়ার বলের নাগাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বটে, তবে ব্যর্থ হন। তিনি লাফিয়ে বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। শেষমেশ বল গিয়ে লাগে আলিম দারের পায়ের একেবারে উপরের দিকে।
এমন হাস্যকর ঘটনার ভিডিয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও পোস্ট করা হয় সেই ভিডিয়ো।
ম্যাচে পাকিস্তান অবশ্য গোহারান হারে ইংল্যান্ডের কাছে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। ক্যাপ্টেন বাবর আজম ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৭ রান করে নট-আউট থাকেন। এছাড়া মহম্মদ হ্যারিস ৭, শান মাসুদ ০, হায়দার আলি ১৮, ইফতিকার আহমেদ ৩১, আসিফ আলি ৯ ও মহম্মদ নওয়াজ ১২ রান করেন।
ইংল্যন্ডের হয়ে ডেভিড উইলি ও স্যাম কারান ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন রীস টপলি ও রিচার্ড গ্লিসন।
আরও পড়ুন:- PAK vs ENG 6th T20I: বিরাটের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়ে দুর্দান্ত মাইলস্টোন বাবর আজমের
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৪.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭০ রান তুলে নেয়। ৪১ বলে ৮৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে করে নট-আউট থাকেন ফিল সল্ট। তিনি ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া অ্যালেক্স হেলস ২৭, ডেভিড মালান ২৬ ও বেন ডাকেট অপরাজিত ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন শাদব খান।
৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে ৭ ম্যাচের টি-২০ সিরিজে ৩-৩ সমতা ফেরায় ইংল্যান্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফিল সল্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।