শেষরক্ষা হল না। তীরে এসে তরী ডুবল পাকিস্তানের। রাওয়ালপিন্ডি টেস্টের পরে মুলতানেও হারের মুখ দেখতে হল বাবর আজমদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
রাওয়ালপিন্ডিতে তুলনায় সহজে জিতেছিল ইংল্যান্ড। তবে মুলতান টেস্টে লড়াই চলে টানটান। শেষমেশ উত্তেজক ম্যাচে মাত্র ২৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বেন স্টোকসরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮১ রান তোলে। বেন ডাকেট ৬৩ ও ওলি পোপ ৬০ রান করেন। অভিষেককারী আব্রার আহমেদ ৭টি ও জাহিদ মাহমুদ ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। সুতরাং, প্রথম দফায় ৭৯ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। বাবর আজম ৭৫ ও সউদ শাকিল ৬৩ রান করেন। জ্যাক লিচ ৪টি এবং জো রুট ও মার্ক উড ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন:- PAK vs ENG: 'কিং না ঘণ্টা', মুলতানে বাবরকে 'জিম্বাবর' বলে বিদ্রুপ দর্শকদের, ভিডিয়ো
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয় ২৭৫ রানে। হ্যারি ব্রুক ১০৮, বেন ডাকেট ৭৯ ও বেন স্টোকস ৪১ রান করেন। আব্রার আহমেদ ৪টি ও জাহিদ মাহমুদ ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৫ রানের। তাদের শেষ ইনিংসে গুটিয়ে যায় ৩২৮ রানে। সউদ শাকিল ৯৪, ইমাম-উল-হক ৬০, মহম্মদ নওয়াজ ৪৫, আব্দুল্লা শফিক ৪৫, মহম্মদ রিজওয়ান ৩০, আঘা সলমন ২০ ও আব্রার আহমেদ ১৭ রান করেন। মাত্র ১ রান করে আউট হন বাবর আজম।
রাওয়ালপিন্ডির হার থেকে ঘুরে দাঁড়াতে পাকিস্তান মুলতানে ঘূর্ণি পিচকে হাতিয়ার করে। তবে শেষ ইনিংসে স্পিনিং ট্র্যাকেও দাপট দেখান ইংল্যান্ডের পেসাররা। মার্ক উড ৪টি এবং ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন। জ্যাক লিচ ও জো রুট ১টি করে উইকেট দখল করেন। আব্রার দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হ্যারি ব্রুক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।