টি-২০ বিশ্বকাপের আগে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে উড়ে গিয়েছিল ইংল্যান্ড দল। সেবার ৪-৩ ব্যবধানে টি-২০ সিরিজ জিতলেও খাবার নিয়ে অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না ব্রিটিশ ক্রিকেটারদের। খাবারের মান নিয়ে খুশি ছিলেন না জোস বাটলাররা। এমনকি বেশ কয়েকজন ব্রিটিশ ক্রিকেটারের পেটখারাপও করেছিল পাক সফরে।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অভিনব সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য রাঁধুনি নিযুক্ত করল ইসিবি। অর্থাৎ, সঙ্গে করে রাঁধুনি নিয়েই পাকিস্তানে টেস্ট খেলতে যাবেন বেন স্টোকসরা।
গত পাকিস্তান সফরে শুধু ম্যাচ কেন্দ্রগুলিরই নয়, বরং টিম হোটেলের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন মইন আলিরা। মইন সেই সময় স্পষ্ট জানিয়েছিলেন যে, করাচির খাবার তবু ভালো, লাহোরের খাবার মুখো তোলা যায় না। যদিও এবার লাহোরে কোনও টেস্ট ম্যাচ খেলবে না ইংল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: মুম্বই হারলে বিজয় হাজারে ট্রফির নক-আউটে উঠবে বাংলা, দেখে নিন অঙ্কটা
নামজাদা শেফ ওমর মেজিয়ানকে পাক সফরে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড দল, এমনটাই খবর। উল্লেখযোগ্য বিষয় হল, মেজিয়ান এর আগেও ঠিক একই রকম ভূমিকা পালন করেছেন। তবে ক্রিকেট দলের সঙ্গে নয়, বরং ইংল্যান্ডের সিনিয়র ফুটবল দলের সঙ্গে তিনি ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২০ সালের ইউরোর আসরে উপস্থিত ছিলেন।
পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ১-৫ ডিসেম্বর (রাওয়ালপিন্ডি)।
দ্বিতীয় টেস্ট: ৯-১৩ ডিসেম্বর (মুলতান)।
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর (করাচি)।