একদিকে পিচ নিয়ে নিজে সংবাদমাধ্যমে হতাশা প্রকাশ করছেন, অন্যদিকে রাওয়ালপিন্ডির বাইশগজ নিয়ে ইতিবাচক সমালোচনাও হজম হচ্ছে না রামিজ রাজার। পিসিবি প্রধানের এমন দ্বিচারিতা দেখে প্রশ্ন উঠতে বাধ্য যে, ম্যাচ হারার ভয়েই কি পরিকল্পনামাফিক এমন একঘেঁয়ে পিচ বানিয়েছে পাকিস্তান?
রামিজ রাজা সাংবাদিকদের সামনে রাওয়ালপিন্ডির বাইশগজকে ‘অন্ধকার যুগের পিচ’ বলে কটাক্ষ করেছিলেন। তবে পরে সেই পিচ নিয়েই সাংবাদিকদের প্রশ্ন খোলা মনে গ্রহণ করলেন না পিসিবি চেয়ারম্যান।
সিরিজ শুরুর আগে পাক দলনায়ক বাবর আজম জানিয়েছিলেন যে, পাকিস্তান যদি তাদের শেষ ৫টি টেস্টের (ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি) চারটিতে জয় তুলে নিতে পারে, তবে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার ভালো সুযোগ রয়েছে।
ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
তবে রাওয়ালপিন্ডির মতো পিচে খেলা হলে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটা, সেবিষয়ে ঘোর সংশয়ে বিশেষজ্ঞরা। রামিজ রাজাকে ঠিক এই প্রশ্নটিই করেন এক সাংবাদিক। তিনি জানতে চান যে, বাবর বলছেন সুযোগ রয়েছে, তাহলে এ কেমন পিচ? জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘ফের সেই একই কথা বলছেন। আপনিই তাহলে খেলতে নামুন।’
আরও পড়ুন:- AUS vs WI: লিয়ঁর ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, পারথ টেস্টে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
উল্লেখ্য, রাওয়ালপিন্ডির পাটা পিচে ইংল্যান্ড প্রথম দিনে মাত্র ৭৫ ওভার ব্যাট করেই ৫০০ রানের গণ্ডি টপকে যায়। ব্রিটিশরা প্রথম দফায় ৬৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ইংল্য়ান্ডে চারজন ব্যাটসম্যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৭৯ রান তোলে। তিনজন পাক ব্যাটসম্যান শতরান করেন প্রথম ইনিংসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।