ইংল্যান্ডের বিরুদ্ধে পাটা পিচে টেস্ট খেলার ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। পেস সহায়ক বাইশগজে ইংল্যান্ডের মোকাবিলা করার দুঃসাহস দেখায়নি তারা। তবে ঘূর্ণি পিচে ব্রিটিশদের বেকায়দায় ফেলার চেষ্টাও এখনও পর্যন্ত সফল হয়নি বাবরদের। রাওয়ালপিন্ডি ও মুলতান টেস্ট হেরে সিরিজ ইতিমধ্যেই খুইয়ে বসেছে পাকিস্তান। এবার করাচির তৃতীয় টেস্টেও প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে পিছিয়ে পড়ে তারা।
টস জিতে পাকিস্তান স্বাভাবিকভাবেই শুরুতে ব্যাট করতে নামে। তারা প্রথম ইনিংসে ৩০৪ রানে অল-আউট হয়। ক্যাপ্টেন বাবর আজম দলের হয়ে সব থেকে বেশি ৭৮ রান করেন। এছাড়া আঘা সলমন ৫৬ ও আজহার আলি ৪৫ রানের যোগদান রাখেন। জ্যাক লিচ ৪টি ও রেহান আহমেদ ২টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৫৪ রানে। সুতরাং, ৫০ রানের উল্লেখযোগ্য লিড হাতে পেয়ে যান বেন স্টোকসরা।
আরও পড়ুন:- AUS vs SA: দু'দিনেই শেষ ব্রিসবেন টেস্ট, কামিন্সদের আগুনে পেসে ঝলসে গেল দক্ষিণ আফ্রিকা
হ্যারি ব্রুক দুর্দান্ত শতরান করেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া বেন ফোকস ৬৪, ওলি পোপ ৫১ ও মার্ক উড ৩৫ রান করেন। খাতা খুলতে পারেননি জো রুট। আব্রার আহমেদ ও নউমান আলি ৪টি করে উইকেট নেন।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। ১৪ রানে নট-আউট থাকেন আব্দুল্লা শফিক। ৩ রান করেন শান মাসুদ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত বল করিয়েছে জ্যাক লিচ, রেহান আহমেদ ও জো রুটকে। কোনও পেসারের হাতে বল দেয়নি তারা। বোঝাই যাচ্ছে পিচে স্পিনারদের জন্য কতটা সাহায্য রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।