বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: পাকিস্তানে অজানা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার, টেস্ট অভিষেক হচ্ছে লিভিংস্টোনের

PAK vs ENG: পাকিস্তানে অজানা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার, টেস্ট অভিষেক হচ্ছে লিভিংস্টোনের

অনুশীলনে ইংল্যান্ডের ক্রিকেটাররা। ছবি- এএফপি (AFP)

Pakistan vs England 1st Test: ম্যাচের আগের দিন অপশনাল প্র্যাক্টিসে ইংল্যান্ডের মাত্র ৫ জন ক্রিকেটার হাজির হন। 

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ঘোর বিপত্তি ইংল্যান্ড শিবিরে। প্রথম টেস্টের আগে ক্যাপ্টেন বেন স্টোকস-সহ ইংল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার আজানা ভাইরাসে আক্রান্ত।

পাক সফরে ইংল্যান্ডের অন্তত ১৪ জন ক্রিকেটার ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন, বুধবার এমনই খবর প্রকাশিত হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। মাত্র ৫ জন ক্রিকেটার অপশনাল প্র্যাক্টিসে যোগ দেন বলে খবর।

রাওয়ালপিন্ডি টেস্টের আগে জো রুট, জ্যাক ক্রাউলি, হ্যারি ব্রুক, ওলি পোপ ও কিটন জেনিংস হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের নজরদারিতে অনুশীলন সেরেছেন। বাকিদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চোট পাওয়া মার্ক উড ছাড়া স্কোয়াডের সব সদস্য আগের দিন অনুশীলনে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন:- IND A vs BAN A: অভিমন্যু-যশস্বীর জোড়া শতরানে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাংলাদেশ-এ দলের

রিপোর্টে এও জানানো হয়েছে যে, নতুন ভাইরাসের উপসর্গ করোনা ভাইরাসের মতো নয়। ঠিক কতজন অসুস্থ, এবং ভাইরাস আক্রান্তদের উপসর্গ নিয়ে ইংল্যান্ড দলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আক্রান্তদের হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এটা নিশ্চিত। বেন স্টোকস হোটেলবন্দি বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ট্রফি উন্মোচন অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে।

আরও পড়ুন:- IND vs NZ 3rd ODI: বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গেল ম্যাচ, ওয়ান ডে সিরিজ হারল ভারত

যদিও স্টোকসদের রেখেই বুধবার প্রথম টেস্টের প্লেয়িং ইলেভেন ঘোষণা করে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে লিয়াম লিভিংস্টোনের। টেস্টের প্রথম একাদশে কাম ব্যাক করছেন বেন ডাকেট।

প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জ্যাক লিচ, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন