পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের ষষ্ঠ ম্যাচ শুরু আগেই পাক দলে এল একটি খারাপ সংবদ। এবারি সিরিজ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ। পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজ চলাকালীন, পাকিস্তান দলের ফাস্ট বোলার নাসিম শাহ প্রচণ্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা করে জানা যায় যে নাসিম শাহের নিউমোনিয়া হয়েছিল। কিন্তু এখন খবর আসছে নাসিম শাহ করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে নাসিম শাহের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে পাকিস্তান দলে থাকতে পারবেন না পাকিস্তানের তরুণ পেস বোলার। তবে জানা গিয়েছে পাকিস্তানের এই স্ট্রাইক বোলারকে বর্তমানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে টিম হোটেলে ফিরে এসেছেন তিনি। নাসিম বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে থাকবেন।
আরও পড়ুন… IND vs SA-টি-২০তে সর্বনিম্ন স্কোরে একাধিক ক্রিকেটারের অর্ধশতরানের নজির গড়ল ভারত
পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে যে নাসিম শাহকে নিউমোনিয়া ধরা পড়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এখন অনেকটাই ভালো আছেন। বোর্ডের জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, শাহ টিম হোটেলে ফিরে এসেছেন, যেখানে তিনি কোভিড -১৯ সম্পর্কিত সমস্ত প্রোটোকল অনুসরণ করছেন।
পাকিস্তান দল সোমবার নিউজিল্যান্ড সফরে রওনা হবে যেখানে তাদের ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে হবে। এই সিরিজে তৃতীয় দল বাংলাদেশ। তবে নাসিং শাহ আসন্ন নিউজিল্যান্ড সফরে অংশ নেবেন কি না তা স্পষ্ট করেনি পিসিবি।
আরও পড়ুন… IND vs SA: চোটের কারণে ছিটকে গেলেন বুমরাহ! দলে এলেন সিরাজ
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েন নাসিম শাহ। বুকে ব্যথা ও জ্বরের কারণে মঙ্গলবার গভীর রাতে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হতে হয় শাহকে। সিরিজে বর্তমানে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান দল। সিরিজে বাকি রয়েছে আরও দুটি ম্যাচ। সিরিজের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার। এখন দেখার নাসিম শাহের এই খবরের পর পাকিস্তান দল কেমন পারফরমেন্স করে। অন্যদিকে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের সঙ্গে নাসিম শাহ যেতে পারেন কিনা সেই দিকেও তাকিয়ে থাকবে ক্রিকেট মহল ও নাসিমের ভক্তরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।